Anupam Roy: 'এখনও নট আউট'... গায়ক নয়, রবিবাসরীয় সকালে ব্যাট হাতে ছক্কা হাঁকাচ্ছেন অনুপম
Anupam Roy on Social Media: সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অনুপম রায়। সেখানে দেখা যাচ্ছে, একটি নীল টি-শার্ট পরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন অনুপম রায়। তাঁর হাতে ব্যাট, চোখে সেই চিরচেনা চশমা
কলকাতা: 'যে রাঁধে.. সে চুল বাঁধে..'। এই কথাটা বাংলায় বেশ প্রচলিত। সেই ছন্দ মিলিয়েই বলা যায়, 'যে গান গায়, সে ক্রিকেটও খেলে'। সোশ্যাল মিডিয়ায় অনুপম রায় (Anupam Roy) যে ভিডিওটি শেয়ার করে নিয়েছেন, তা দেখে মাথায় আসতে পারে এই লাইনটি। ছুটির দিন সকালে গান নয়, রেওয়াজ নয়, অনুপম রায় সময় কাটাচ্ছেন সবুজ মাঠে, ক্রিকেট খেলে। রবিবার, ছুটির দিনে অনুপমের এই ভিডিও যেন এক ঝলক হাওয়া।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অনুপম রায়। সেখানে দেখা যাচ্ছে, একটি নীল টি-শার্ট পরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন অনুপম রায়। তাঁর হাতে ব্যাট, চোখে সেই চিরচেনা চশমা। নিজের ছন্দে ব্যাটিং করছেন অনুপম। একের পর এক বল পাঠাচ্ছেন বাউন্ডারির বাইরে। মুখে হাসি... দিব্যি অচেনা ছন্দে দেখা গেল গায়ককে। ক্যাপশানে অনুপম রায় লিখলেন, 'এখনও নট আউট'। সোশ্যাল মিডিয়ায় অনুপমকে অচেনা এই ছন্দে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও।
সদ্য বিবাহ হয়েছে অনুপমের। সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের (Prashmita Paul)-এর সঙ্গে আইনি বিয়ে সেরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের দিনের ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। এরপরে প্রশ্মিতা বিয়ের ছবি শেয়ার করলেও অনুপম বিয়ে সংক্রান্ত কিছু শেয়ার করে নেননি তিনি। বরং, শেয়ার করে নিয়েছেন গঙ্গার তলা দিয়ে মেট্রো সফরের ছবি। গঙ্গার তলা দিয়ে মেট্রো ছোটার প্রথম দিনই সেই মেট্র্রোয় সফর করেছিলেন অনুপম। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন অনুপম।
অন্যদিকে আজ, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন পিয়া চক্রবর্তী (Priya Chakraborty)। সেখানে দেখা যাচ্ছে, পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) সঙ্গে পুরুলিয়া ঘুরতে গিয়েছেন তিনি। পিয়া অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। কিন্তু বর্তমানে পিয়া ও পরমব্রত বিবাহিত। অন্যদিকে অনুপমও সংসার করছেন প্রশ্মিতার সঙ্গে। দুজনেই এখন ব্যস্ত নিজেদের জীবন নিয়ে।
View this post on Instagram
আরও পড়ুন: Elvish Yadav: সাপের বিষ পাচারের অভিযোগ, গ্রেফতার 'বিগ বস' জয়ী এলভিস যাদব
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।