এক্সপ্লোর
'হুমকি'র মুখে পড়তে হচ্ছে বাবা-মা ও মেয়েকে, ট্যুইটার ছাড়লেন অনুরাগ কাশ্যপ
সোশ্যাল মিডিয়ায় সিনেমা জগতের বিশিষ্টদের অধিকাংশই যথেষ্ট সক্রিয়। পরিচালক অনুরাগ কাশ্যপও তাঁর ব্যতিক্রম নন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করার জন্য তাঁর বাবা-মা, এমনকি মেয়েকে হুমকির মুখে পড়তে হয়েছে। এই কারণে তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিলেন অনুরাগ।
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় সিনেমা জগতের বিশিষ্টদের অধিকাংশই যথেষ্ট সক্রিয়। পরিচালক অনুরাগ কাশ্যপও তাঁর ব্যতিক্রম নন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করার জন্য তাঁর বাবা-মা, এমনকি মেয়েকে হুমকির মুখে পড়তে হয়েছে বলে তাঁর অভিযোগ। এই কারণে তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিলেন অনুরাগ। অ্যাকাউন্ট ডিলিট করে এই মাইক্রোব্লগিং সাইট থেকে সরে গিয়েছেন তিনি।
সিনেমা ছাড়াও বিভিন্ন ইস্যুতে রীতিমতো সরব এই পরিচালক বলেছেন, এই মঞ্চে যদি নিজের অবাধ মত প্রকাশের সুযোগ না থাকে, তাহলে তা থেকে সরে আসাই উচিত।
নিজের শেষ ট্যুইটে অনুরাগ বলেছেন, ‘বাবা-মা যদি টেলিফোন পেতে থাকেন এবং মেয়েও অনলাইনে হুমকি পায়, তখন কেউ আর কথা বলবে না। যুক্তি-বুদ্ধির তোয়াক্কা করা হয় না। গুণ্ডারাই শাসন করবে এবং গুণ্ডাবাজিই জীবনের নতুন অঙ্গ হয়ে উঠবে। নতুন এই ভারতের জন্য সবাই অভিনন্দন এবং আশা করছি সবাই ভালো থাকুন। সবাইয়ের সুখ ও সাফল্য প্রার্থনা করছি। এটাই আমার শেষ ট্যুইট, কারণ, আমি ট্যুইটার ছাড়ছি। নির্ভয়ে যদি মনে কথাই বলতে না পারি, তাহলে মুখ বুজে থাকাই ভালো। বিদায়’।
সম্প্রতি ৩৭০ ধারা লোপ সম্পর্কেও নিজের মত ব্যক্ত করেছিলেন। এর আগে ক্রমবর্দ্ধমান গণপিটুনির ঘটনা নিয়ে দেশের কিছু বিশিষ্ট মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে স্বাক্ষর ছিল অনুরাগেরও। এর পর তিনি খুনের হুমকিও পেয়েছিলেন। মুম্বই পুলিশ অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল।
অনুরাগ বর্তমানে স্যাক্রেড গেমস ২-র প্রিমিয়ারের অপেক্ষায় রয়েছেন। এছাড়াও সাইয়ামি খের ও মালায়লম তারকা রোশন ম্যাথু অভিনীত পর্ববর্তী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement