এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
'অভিনেত্রী বিশেষ সুবিধা চেয়েছিলেন, ও নাকচ করেছিল' পুরনো ঘটনার কথা উল্লেখ করে অনুরাগের পাশে দাঁড়ালেন সহকারী জয়দীপ
সম্প্রতি পরিচালক অনুরাগ কশ্যপের ওপর যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। তারপর থেকেই এই ইস্যুতে তোলপাড় হয়েছে গোটা বলিউড। পায়েলের পাশে দাঁড়িয়ে অনুরাগের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন কঙ্গনা। আবার অনুরাগের সমর্থনে ট্যুইট করেছেন প্রাক্তন স্ত্রী কল্কি-সহ অন্যান্য নায়ক-নায়িকাও। এবার পুরনো ঘটনার কথা উল্লেখ করে অনুরাগের পাশে দাঁড়ালেন জয়দীপ সরকার।
!['অভিনেত্রী বিশেষ সুবিধা চেয়েছিলেন, ও নাকচ করেছিল' পুরনো ঘটনার কথা উল্লেখ করে অনুরাগের পাশে দাঁড়ালেন সহকারী জয়দীপ Anurag Kashyap MeToo allegations Directors assistant reveals how an actress was suggesting a few favours to the filmmaker 'অভিনেত্রী বিশেষ সুবিধা চেয়েছিলেন, ও নাকচ করেছিল' পুরনো ঘটনার কথা উল্লেখ করে অনুরাগের পাশে দাঁড়ালেন সহকারী জয়দীপ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/08/12144910/ANURAG-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সম্প্রতি পরিচালক অনুরাগ কশ্যপের ওপর যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। তারপর থেকেই এই ইস্যুতে তোলপাড় হয়েছে গোটা বলিউড। পায়েলের পাশে দাঁড়িয়ে অনুরাগের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন কঙ্গনা। আবার অনুরাগের সমর্থনে ট্যুইট করেছেন প্রাক্তন স্ত্রী কল্কি-সহ অন্যান্য নায়ক-নায়িকাও। এবার পুরনো ঘটনার কথা উল্লেখ করে অনুরাগের পাশে দাঁড়ালেন জয়দীপ সরকার।
সম্প্রতি একাধিক ট্যুইট করে একটি ঘটনার কথা লেখেন জয়দীপ সরকার। ২০০৩ সালে অনুরাগ কশ্যপের সঙ্গে কাজ করার সময়ের একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি। তিনি লিখেছেন, 'এটাই একটা ঘটনা বলার সঠিক সময়। ২০০৪ সালে আমি তখন অনুরাগের সহকারী হিসাবে কাজ করি। গুলাল ছবির দ্বিতীয় চরিত্রের জন্য আমি সেইসময় অনেক অভিনেতা অভিনেত্রীর সঙ্গে দেখা করছিলাম। এর মধ্যেই একজন অভিনেত্রী অনুরাগের সঙ্গে দেখা করতে চান।'
এরপর আরও একটি ট্যুইট করে তিনি লেখেন, 'অনুরাগের স্ক্রিপ্ট পড়া শেষ হলে তিনি রাজি হন ওই অভিনেত্রীর সঙ্গে দেখা করতে। অল্পবয়সী ওই অভিনেত্রী অনুরাগের সঙ্গে দেখা করেন। সম্ভবত, তিনি ভেবেছিলেন, ওই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য একমাত্র উপায় হল কাস্টিং কাউচ। অনুরাগের থেকে বিশেষ সুবিধা চেয়েছিলেন তিনি।'
এরপর জয়দীপ লেখেন, 'অনুরাগ ওই অভিনেত্রীর প্রস্তাব নাকচ করলে অভিনেত্রী একাধিকবার শাড়ির আঁচল নামিয়ে দেন। অস্বস্তিতে পড়ে অনুরাগ তাঁকে এমন কাজ করতে বারণ করেন। পরিচালক তাঁকে স্পষ্ট জানিয়ে দেন, চরিত্রের জন্য তিনি উপযুক্ত হলে অবশ্যই সুযোগ পাবেন। কথাটা বলেই অনুরাগ হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে যান। তাঁর মনে হয়, অনেক মহিলারাই মনে করেন কাস্টিং কাউচই হল অভিনয়ে সুযোগ পাওয়ার একমাত্র উপায়।'
শেষ ট্যুইটে জয়দীপ লেখেন, 'আমি নারীদের দোষারোপ করব না। হয়ত অনেকে এটা ভেবেই অভিনয়ের জগতে প্রবেশ করেন যে সেখানে কাস্টিং কাউচ কাজ করবে। হয়ত অন্যান্য ক্ষেত্রে কাজ করেও। কিন্তু অনুরাগের সঙ্গে কাজ করার সময় আমি সবসময় দেখেছি উনি মেয়েদের সম্মান দেন।'
২০১৪ সালের একটি ঘটনার কথা তুলে অনুরাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন পায়েল ঘোষ। এমনকি নরেন্দ্র মোদিকে ট্যুইট করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যেও আর্জি জানান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)