![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anurag Kashyap: যে কাজের জন্য চর্চায় থাকেন আমির খান, সেই কাজই করলেন অনুরাগ কাশ্যপ
বলিউডের মিস্টার পারফেকশনিস্টের জুতোয় পা গলিয়ে কি তাঁকেই কিছু বার্তা দিতে চাইলেন অনুরাগ?
![Anurag Kashyap: যে কাজের জন্য চর্চায় থাকেন আমির খান, সেই কাজই করলেন অনুরাগ কাশ্যপ Anurag Kashyap Poses With Ex-Wives Aarti Bajaj And Kalki Koechlin, Calls Them ‘Two pillars’ Anurag Kashyap: যে কাজের জন্য চর্চায় থাকেন আমির খান, সেই কাজই করলেন অনুরাগ কাশ্যপ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/17/8faa4f922c5767878fbaa537413e5ec21660717725475214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: চার বছর পর 'দোবারা' (Dobaaraa) ছবি দিয়ে পরিচালনায় ফিরছেন পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নুকে। রহস্য রোমাঞ্চে ভরা এই ছবিকে ঘিরে নেট দুনিয়ায় ইতিমধ্যেই উচ্ছ্বাস চোখে পড়ছে। তারই মাঝে এমন এক কাজ করলেন অনুরাগ কাশ্যপ, যা সাধারণত আমির খানকে করতে দেখা যায়। সেই কাজের জন্য বিভিন্ন মহলেই প্রশংসিত হন আমির খান। এবার বলিউডের মিস্টার পারফেকশনিস্টের জুতোয় পা গলিয়ে কি তাঁকেই কিছু বার্তা দিতে চাইলেন অনুরাগ?
আমির খানকে নকল করলেন অনুরাগ কাশ্যপ?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুই স্ত্রী আরতী বাজাজ এবং কল্কি কেঁকলার সঙ্গে ছবি পোস্ট করেছএন অনুরাগ কাশ্যপ। দুই স্ত্রীকে তাঁর জীবনের 'দুটো স্তম্ভ' বলেও উল্লেখ করেছেন। পরিচালকের কন্যা আলিয়া সেই ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আর অনুরাগ কাশ্যপের সেই ছবিকে ঘিরেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন যে, তিনি কি আমির খানকে নকল করছেন?
অনুরাগীরা সকলেই জানেন, আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত। আমির ও রিনার দুই সন্তান জুনেইদ খান ও ইরা খানের সঙ্গে আমিরের সম্পর্ক অত্যন্ত ভালো। আবার রিনা দত্তর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। সেই বিয়েও টেকেনি। দুজনে যৌথভাবে বিবৃতি দিয়ে বিবাহিত জীবন থেকে বেরিয়ে এসেছেন। বিবাহিত জীবনে ইতি টানলেও দুই স্ত্রীর সঙ্গে আমির খানের সম্পর্ক যে অত্যন্ত মধুর, তা নানা সময়ই চোখে পড়ে। মাত্র কয়েকদিন আগেই 'লাল সিং চাড্ডা'র প্রমিয়রে দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে আসেন আমির। আবার সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে, দুই স্ত্রীর সঙ্গে প্রায়ই সময় কাটান তিনি। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে একসঙ্গে ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। এবার সেই একই ফ্রেম দেখা গেল অনুরাগ কাশ্যপের ছবিতেও।
আরও পড়ুন - Laal Singh Chaddha: ৫০ কোটির ব্যবসা করতেই হিমশিম খাচ্ছে 'লাল সিং চাড্ডা'
জানা যায়, ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত আরতি বাজাজের সঙ্গে বিবাহিত জীবনে ছিলেন অনুরাগ কাশ্যপ। পরবর্তীকালে সেই বিয়ে ভেঙে অভিনেত্রী কল্কি কেঁকলাকে বিয়ে করেন। ২০১৫ সালে সেই বিয়েও ভেঙে যায়। কিন্তু বিয়ে ভাঙলেও তাঁরা সকলেই একে অপরের ভালো বন্ধু। অনুরাগ - কল্কির সম্পর্ক ভাঙার পর কল্প একসঙ্গে তাঁরা সময়ও কাটান। তাই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে অনুরাগ কাশ্যপ লিখেছেন, 'আমার জীবনের দুই স্তম্ভ'।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)