এক্সপ্লোর
ডিসেম্বরে বিয়ে করতে পারেন বিরাট-অনুষ্কা?

ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
নয়াদিল্লি: বিরাট কোহলি-অনুষ্কা শর্মার প্রেমকাহিনী এখন কারও অজানা নয়। ভক্তদের শুধুমাত্র আগ্রহ দেশের অন্যতম চর্চিত এই জুটি কবে বিয়ে করছেন। তাঁদের তরফে থেকে সেই ঘোষণা কবে হবে। প্রকাশ্যে নিজের লেডি লভের প্রতি প্রেম, ভালবাসা দেখাতে কখনওই পিছপা হননি বিরাট। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই তেমন মুখ খুলতে শোনা যায়নি অনুষ্কাকে। যদিও দুজনকে একসঙ্গে একাধিকবার বহু অনুষ্ঠানে দেখা গিয়েছে। ইতিমধ্যেই একটি বিজ্ঞাপনের শ্যুটে তাঁরা যেভাবে একে অপরে মুগ্ধ হয়ে গিয়েছেন, সে দৃশ্য সকলেই দেখেছে। এখন শুধু সময়ের অপেক্ষা তাঁরা কবে নিজেদের সেই ডি-ডের কথা ঘোষণা করবেন। সূত্রের খবর, আগামী ডিসেম্বরেই নাকি চার হাত এক হতে চলেছে। যদিও সেখবরের সত্যতা কোনও তরফের পক্ষ থেকেই এখনও স্বীকার করা হয়নি। শুধু জানা গিয়েছে, ব্যক্তিগত কাজের কারণে একটি টেস্ট ম্যাচের নির্বাচনী বৈঠকে হাজির থাকতে পারবেন না বিরাট এবং শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। ডিসেম্বরই ভারত-শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। সেই সূত্রেরই খবর ডিসেম্বরে বিয়ে করছেন কোহলি, তাই জন্যেই এই অনুপস্থিতি। যদিও দীর্ঘদিন ধরেই বিরুষ্কার বিয়ে নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে সংবাদমাধ্যমে। তবে জুটির তরফে কোনওদিনই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















