এক্সপ্লোর
Advertisement
Virushka: শীর্ষাসনে সন্তানসম্ভবা অনুষ্কা, সাহায্য করলেন বিরাট
মাথা নীচে রেখে, মাথা ও হাতের উপর ভর দিয়ে দেহকে সোজাসুজি উপরের দিকে তোলাই হল শীর্ষাসন। জানুয়ারিতে ডেট রয়েছে অনুষ্কার। তা সত্ত্বেও শীর্ষাসনের মতো আসন থেকে পিছু হটেননি তিনি।
মু্ম্বই: আর মাত্র কয়েকদিন। তারপর’ বিরুষ্কা‘-র পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। নতুন অতিথির আগমন নিয়ে দারুণ উত্তেজিত বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। কিন্তু আনন্দ-আবেগের মাঝেও নিজের ফিটনেসের সঙ্গে কোনও আপস করছেন না অনুষ্কা। আজ সকালেই তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শীর্ষাসনের ছবি পোস্ট করেছেন তিনি।সেখানে দেখা যাচ্ছে বেবি বাম্প সামলে শীর্ষাসনের জন্য তাঁকে সাহায্য করছেন বিরাট।
মাথা নীচে রেখে, মাথা ও হাতের উপর ভর দিয়ে দেহকে সোজাসুজি উপরের দিকে তোলাই হল শীর্ষাসন। জানুয়ারিতে ডেট রয়েছে অনুষ্কার। তা সত্ত্বেও শীর্ষাসনের মতো আসন থেকে পিছু হটেননি তিনি। আজ সকালে শীর্ষাসনের ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছেন, ’’ এভাবে মাথা নীচে রেখে গোটা শরীর উপরে তোলা সবচেয়ে কঠিন।‘‘ এই পোস্টের সঙ্গে অনুষ্কা জানিয়েছেন সন্তানসম্ভবা থাকাকালীন এই পর্বের অনেকটা জুড়েই রয়েছে যোগাসন। এই সময়ে যোগব্যায়ামের উপকারিতা নিয়েও নিজের বক্তব্য জানিয়েছেন অভিনেত্রী।
অনুষ্কার কথায়, ’’ যোগাসন আমার বরাবরের অভ্যাস। ডাক্তার বলেছিলেন মোচড় লাগে বা খুব বেশি সামনের দিকে ঝুঁকতে হয়, তেমন যোগব্যায়াম ছাড়া আপনি সব ধরনের যোগাসন করতে পারেনস তবে অবশ্যই প্রয়োজনীয় ও যথাযথ সাহায্য নিয়ে। বহু বছর ধরে আমি শীর্ষাসন করছি। আমি ঠিক করি দেওয়ালের সাপোর্ট রেখে এবং স্বামীর সাহায্য নিয়ে এই আসন করব। ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ও (বিরাট কোহলি) আমায় সাহায্য করেছে।‘‘
ছবিটি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে ওঠে।হবু মায়ের পাশে এ ভাবে থাকার বার্তা গিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক। ছবিতে একগুচ্ছ লাইক পড়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement