এক্সপ্লোর
Advertisement
এবার প্রথা ভাঙা প্রযোজকের সম্মান পেতে চলেছেন অনুষ্কা শর্মা
মুম্বই: নতুন যুগের নতুন ধরনের ছবি করেন তিনি। কখনও তাঁর ছবিতে উঠে আসে পশ্চিম ভারতের খাপ শাসন, আবার পরের ছবিতেই সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এক বিরহিণী ভূতের গল্প। নায়িকা দুনিয়ার নিয়মকানুন পাল্টে ফেলে তিনি এখন প্রযোজক। সেই অনুষ্কা শর্মা এবার পেতে চলেছেন দাদাসাহেব ফালকে উৎকর্ষ পুরস্কার, তাঁর ভিন্নধর্মী প্রযোজনার জন্য।
ভাই কর্ণেশের সঙ্গে হাত মিলিয়ে অল্প দিনেই অত্যন্ত সফল প্রযোজক হয়ে উঠেছেন ২৯ বছরের অনুষ্কা। মাত্র ২৫ বছর বয়সে প্রযোজিত তাঁর প্রথম ছবি এনএইচ ১০ সুপারহিট হয়। তারপর থেকে তিনি আর ফিরে তাকাননি। ছবির গুণগত মানের দিকে যেমন খেয়াল রেখেছেন, তেমনই ভোলেননি বিনোদনের কথা।
তাই ছক ভেঙে হাঁটা প্রযোজক হিসেবে তাঁকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে দাদাসাহেব ফালকে ফাউন্ডেশন।
এখনও পর্যন্ত তিনটি ছবি করেছেন অনুষ্কা- এনএইচ ১০, ফিল্লাউরি ও পরী। প্রযোজক সংস্থার নাম ক্লিন স্লেট ফিল্মস। শুধু যে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করেছেন তা নয়, নতুন প্রতিভাদেরও বড় ব্রেক দিয়েছেন। পরিচালক, সঙ্গীতকার, টেকনিশিয়ান- সব ক্ষেত্রে তুলে এনেছেন নতুন ছেলেমেয়েদের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement