Aparajita Adhya: ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
Aparajita Adhya News: "নতুন রূপে নতুন বছর"-এ এই টানটান উত্তেজনার সঙ্গে থাকছে নচিকেতা, শোভন, আকৃতি কক্কর, জোজোদের মত নামকরা শিল্পীদের মন মাতানো গান

কলকাতা: ফের ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। এর আগেও ছোটপর্দায় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অপরাজিতা, প্রশংসাও পেয়েছেন। আর এবার ছোটপর্দায় নতুন ভূমিকায় ফিরতে চলেছেন অপরাজিতা। 'হাসিপিসি'-র চরিত্রে। নতুন বছরে সান বাংলায় আসছে নতুন অনুষ্ঠান "নতুন রূপে নতুন বছর"-এর বিশেষ চমক হাসি পিসি এবং তাঁর খুদে দলবলের সঙ্গে কুখ্যাত গুন্ডা নকুল দানার টানাপোড়েন। হাসি পিসি খুদেদের নিয়ে পাড়ার মাঠে প্রত্যেক বছর ঝলমলে সাংষ্কৃতিক অনুষ্ঠান করে। পাড়ার সবাই সপরিবারে সেই অনুষ্ঠান হৈ হৈ করে দেখতে আসে। কিন্তু এই বছর সেই অনুষ্ঠানে বাধা দিচ্ছে কুখ্যাত গুন্ডা নকুল দানা। সে ওই মাঠে বিল্ডিং তোলার প্ল্যান করেছে। হাসি পিসির তত্ত্বাবধানে খুদেরা তাই নকুল দানার প্ল্যান ভেস্তে দিতে একজোট হয়েছে। এই হাসি পিসির ভূমিকায় থাকছেন অপরাজিতা আদ্য এবং নকুল দানার ভূমিকায় সুমিত গাঙ্গুলি। হাসি পিসির খুদেরা কি পারবে নকুল দানার প্ল্যান ভেস্তে মাঠে নতুন বছরের উদযাপন করতে? নকুল দানার প্ল্যান কি সফল হবে?
"নতুন রূপে নতুন বছর"-এ এই টানটান উত্তেজনার সঙ্গে থাকছে নচিকেতা, শোভন, আকৃতি কক্কর, জোজোদের মত নামকরা শিল্পীদের মন মাতানো গান। সঙ্গে থাকছে দীপান্বিতা রক্ষিত এবং শ্রুতির চোখ ধাঁধানো নাচ। বিশেষ চমক সান বাংলার সিরিয়ালের হিট জুটিদের ঝলমলে পারফরম্যান্স। "আকাশ কুসুম" সিরিয়ালের ডালি-রক্তিম (সম্রাট এবং কথা), "ভিডিও বৌমা" থেকে আকাশ-মাটি (আরিয়ান এবং রিখিয়া)এবং পুতুল টিটিপির হিট জুটিদের অসাধারন পারফরম্যান্স দেখা যাবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবে তরুণ তুর্কিদের দল শুভশ্রী, বিলাস এবং উদিতা। ২৭ এপ্রিল এই অনুষ্ঠানটি দেখানো হবে।
অন্যদিকে, আসছে অপরাজিতা আঢ্যর নতুন ছবি। প্রথমবার নেতিবাচক মুখ্যচরিত্রে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাঁর বিপরীতে রয়েছে বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। ছবির পরিচালক আতিউল ইসলাম ও ছবির নাম 'বানসারা'। আকর্ষণীয় এক গল্প নিয়ে আসছে বনি আর অপরাজিতা আঢ্য। বনিকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। গল্পের নাম বানসারা। বানসারা হচ্ছে পুরুলিয়ার একটি জঙ্গলে ঘেরা গ্রাম। এই গ্রামের বনদেবীর নামানুসারেই এই গ্রামের নাম হয়েছে বানসারা। এই বনদেবী এতটাই জাগ্রত যে তিনি নাকি কোনও ঘটনায় অপরাধীদের নিজের হাতে ত্রিশূল দিয়ে বধ করেন। দেবীর ইচ্ছে, আদেশ, নির্ধারিত সিদ্ধান্ত সবকিছুই দেবী গ্রামের সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেয় বড়মার মাধ্যমে। এই বড়মা হলের গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে। তাঁর নাম গৌরিকা দেবী। এই চরিত্রেই দেখা যাবে অপরাজিতাকে। তিনিই বানসারার জন্য একটি নিয়মাবলি তৈরি করে রেখেছেন। ইনিই নিজেকে বানসারার রক্ষক বলেন, তবে তিনি একাধারে রাজনীতিবিদও।






















