এক্সপ্লোর
Advertisement
সলমন ও পরিবারকে কাঠগড়ায় তুলে পোস্ট দবং-খ্যাত পরিচালকের, আইনি ব্যবস্থার হুমকি আরবাজের
সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন সেলিম খানও। তিনি বলেছেন, ''হ্যাঁ, আমরাই তো সব খারাপ করেছি। তবে এর সঙ্গে আমার বাবা, দাদুর নামটাও জুড়ে দেওয়া উচিত ছিল।''
মুম্বই: দবং-খ্যাত পরিচালক অভিনব কাশ্যপের বিরুদ্ধে আইনি পথে হাঁটার ইঙ্গিত দিলেন পরিচালক-অভিনেতা আরবাজ খান। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর সলমন খান ও তাঁর পরিবারকে কাঠগড়ায় তুলে একটা ফেসবুক পোস্ট করেন অভিনব। সেই পোস্টে তাঁর কেরিয়ার নষ্ট করার জন্য সরাসরি সলমন, আরবাজ, সোহেল খান আর সেলিম খানকে কাঠগড়ায় তোলেন। অভিনবের অভিযোগ ছিল, দবং-২-এর পরিচালনা থেকে সরে আসার জন্য তাঁর “বেশরম” ছবির বিরুদ্ধে প্রচার শুরু করেন সলমন ও তাঁর ভাইয়েরা।
অভিযোগ উড়িয়ে আরবাজ বলেন, "আমরা জানি না এই ধরনের অভিযোগ কোথা থেকে আসছে। দবং-২-এর সময় থেকে ওর সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমরা ঠিক করেছি ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। এর আগেও একবার নিয়েছিলাম।"
সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন সেলিম খানও। তিনি বলেছেন, ''হ্যাঁ, আমরাই তো সব খারাপ করেছি। তবে এর সঙ্গে আমার বাবা, দাদুর নামটাও জুড়ে দেওয়া উচিত ছিল।'' অভিনবের অভিযোগের পর একটি সাক্ষাৎকারে সেলিম বলেন, '' আজ্ঞে হ্যাঁ, আমরাই সব খারাপ করেছি। আগে আপনি গিয়ে ওঁর সিনেমাগুলি দেখুন। তারপর আমরা কথা বলব। উনি নিজের বক্তব্যে আমার নামও তুলেছেন। আমার মনে হয় উনি বোধহয় আমার বাবার নাম জানেন না। আমার বাবার নাম ছিল রশিদ খান। ওঁর আমার বাবা ও ঠাকুরদার নামও উল্লেখ করা উচিত ছিল। উনি যা করতে চাইছেন করতে দিন। আমি ওঁর কথার উত্তর দিয়ে নিজের সময় নষ্ট করতে চাই না।''
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ফুটবল
Advertisement