এক্সপ্লোর
Allu Arjun: আঁকতে ভালবাসেন, মার্শাল আর্টেও দক্ষ.. প্রত্যেক জন্মদিনে রক্তদান করেন অল্লু অর্জুন
Unknown Facts about Allu Arjun: 'পুষ্পা রাজ' অল্লু অর্জুন বাস্তব জীবনে ঠিক কেমন মানুষ? জেনে নিন

'পুষ্পা' অল্লু অর্জুন কে তো চেনেন, কিন্তু তাঁর এই অজানা গুণগুলি জানেন কী?
1/10

আজ মুক্তি পেল 'পুষ্পা ২' (Pushpa 2)। গোটা বিশ্ব ব্যস্ত অল্লু অর্জুনকে নিয়ে উদযাপনে। তবে অনেকেই জানেন না, কীভাবে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার? অভিনয়ের বাইরে আর কী কী করতে ভালবাসেন অল্লু অর্জুন? দেখে নেওয়া যাক এক ঝলকে
2/10

প্রথম ক্যামেরার সমানে যখন দাঁড়িয়েছিলেন, তখন তাঁর বয়স মাত্র ৩ বছর। বুঝতেনই না অভিনয় কাকে বলে। তবে তাঁর ভাগ্যের সুতো বাঁধা ছিল রুপোলি পর্দার সঙ্গেই।
3/10

পরিবারের সঙ্গে রুপোলি পর্দার যোগ ছিল আগেই... বাবা ছিলেন প্রযোজক, কমেডিয়ানের চরিত্রে সুনাম অর্জন করেছিলেন দাদুও। তবে তাঁর খ্যাতি যে সবকিছু ছাপিয়ে যাবে.. এই কথা ভাবতে পারেননি কেউই। তিনি অল্লু অর্জুন
4/10

প্রথম 'বিজেতা' (Vijetha) ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন অল্লু। তখন তাঁর বয়স মাত্র ৩ বছর। সালটা ছিল ১৯৮৫।
5/10

এরপরে, ২০০১ সালে 'ড্যাডি' (Daddy) ছবিতে দেখা গিয়েছিল অল্লুকে, তবে অভিনেতা নয়, নৃত্যশিল্পী হিসেবে।
6/10

বর্তমানেও অভিনয়ের পাশাপাশি অল্লুর নাচের প্রতিভা ঈর্ষণীয়। তাঁর নাচের ক্ষিপ্রতা, স্টেপ, স্টাইল, সবেতেই মুগ্ধ অনুরাগীরা। এরপরে, গঙ্গোত্রী (Gangitri) ছবির হাত ধরে পেশাগতভাবে বড়পর্দায় পা রাখেন অল্লু অর্জুন, তাঁর প্রথম ছবির প্রযোজক ছিলেন তাঁর বাবাই।
7/10

কেবল অভিনয় ও নাচ নয়, অনেকেই জানেন না, অল্লু অর্জুন একজন চারকোল শিল্পী। আঁকতে ভালবাসেন তিনি।
8/10

শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে অ্যানিমেশনের প্রশিক্ষণও নিয়েছিলেন অল্লু। তিনি গানও গাইতে ভালবাসেন, প্লেব্যাকও করেছেন তিনি।
9/10

গাড়ির সখ রয়েছে অল্লু অর্জুনের। তাঁর সংগ্রহে রয়েছে বিভিন্ন দামি গাড়ি।
10/10

প্রত্যেক বছর জন্মদিনে নাকি রক্তদান করেন অল্লু অর্জুন। শোনা যায়, অল্লু অর্জুন ঐশ্বর্য্য় রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)-এর অনুরাগী ছিলেন।
Published at : 05 Dec 2024 11:49 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
