এক্সপ্লোর
Complain against Allu Arjun: ছবি মুক্তির আগেই পুলিশের কাছে অভিযোগ অল্লু অর্জুনের নামে! কী করেছেন 'পুষ্পা'?
Complain against Allu Arjun Update: রাত পেরোলেই 'পুষ্পা' -র মুক্তি। আর তার আগে নিজেদের ছবি নিয়ে বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা ।
'পুষ্পা ২' মুক্তির আগে সমস্যায় অল্লু অর্জুন
1/10

মুক্তির আগে হঠাৎ সমস্যায় অল্লু অর্জুন (Allu Arjun)? অভিনেতার নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি!
2/10

রাত পেরোলেই 'পুষ্পা' (Pushpa)-র মুক্তি। আর তার আগে নিজেদের ছবি নিয়ে বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)।
3/10

কিন্তু মুম্বইয়ে গিয়ে নিজেদের অনুরাগীদের সঙ্গে কথা বলতে গিয়েই তৈরি হল সমস্যা। আবেগের বসে আল্লু অর্জুন তাঁর অনুরাগীদের 'আল্লু আর্মি' বলে সম্বোধন করে বসেন।
4/10

সমস্যা তৈরি হয় সেখানেই। অল্লুর এই কথায় আপত্তি জানিয়ে তাঁর বিরুদ্ধে জওহর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন এক শ্রীনিবাস বলে এক ব্যক্তি।
5/10

ওই ব্যক্তির অভিযোগ, আর্মি অর্থাৎ সেনাবাহিনী দেশের যথেষ্ট সম্মানীয় জায়গা। তাঁরা আমাদের দেশকে রক্ষা করেন। নিজের অনুরাগীদের সেনা বলে সম্বোধন করে দেশের সেনাদের অবমাননা করেছেন অল্লু।
6/10

ঠিক কী বলেছিলেন আল্লু? তিনি বলেছিলেন, 'আমার অনুরাগী নেই, আমার এক একদল সৈনিক রয়েছে। তারা সবাই আমার পরিবারের মতোই'
7/10

অল্লু আরও বলেন, 'আমার অনুরাগীরা আমার পাশে থাকে। আমায় উদযাপন করে। ওরা আমার পাশে অনুরাগীদের মতোই থাকে। আমি আপনাদের সবাইকে ভালবাসি। আমি আপনাদের গর্বিত করবই।'
8/10

'পুষ্পা ২' মুক্তি পাচ্ছে রাত পোহালেই। আর তার আগেই উল্লেখযোগ্য ব্যবসা করে ফেলেছে এই ছবি। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে রেকর্ড পরিমাণ টিকিট।
9/10

প্রসঙ্গত, মুক্তির আগে সেন্সর বোর্ডের কোপে পড়ে বাদ গিয়েছে একাধিক দৃশ্য। হিংসা থেকে শুরু করে দেবতার নাম, একাধিক দৃশ্যে বদল আনতে বলা হয়েছে। সেই মতো বদল করেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালকেরা।
10/10

তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। আর এই রেকর্ড গড়েছে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ছবিটি। ইতিমধ্যেই খুলে গিয়েছে ছবির অ্যাডভান্স বুকিং। আর সেই বুকিং কাউন্টার খোলার পরেই বিক্রি হয়ে গিয়েছে রেকর্ড পরিমাণ টিকিট। জানা গিয়েছে, গোটা দেশে অ্যাডভান্স বুকিং খোলার প্রথম ১০ ঘণ্টার মধ্যে হিন্দি ভাষায় 'পুষ্পা ২' দেখার জন্য বিক্রি হয়ে গিয়েছে ৫৫ হাজার টিকিট! হিন্দি ছবির ক্ষেত্রে এত তাড়াতাড়ি এট টিকিট বিক্রি হওয়ার রেকর্ড খুব কম রয়েছে।
Published at : 04 Dec 2024 03:25 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















