এক্সপ্লোর
Advertisement
তিনি যা করেছেন নিজের প্রতিভায়, সলমনের জোরে নয়, দাবি করলেন আরবাজ
সলমনের পৃষ্ঠপোষকতায় নয়, নিজের জোরে বলিউডে করে খাচ্ছেন তিনি। দাবি আরবাজ খানের।
মুম্বই: চাঞ্চল্যকর দাবি করেছেন আরবাজ খান। বলিউডে তিনি যতটুকু নাম করতে পেরেছেন তা সবই নাকি তাঁর নিজের দম ও প্রতিভায়, দাদা সলমন খানের খুঁটির জোরে নয়। এখনও পর্যন্ত ৭০টি ছবিতে অভিনয় করেছেন তিনি আর এই সব ছবি তাঁর মিলেছে নিজের কঠোর পরিশ্রমের কারণে। দাবি আরবাজের।
মালাইকা অরোরার প্রাক্তন স্বামী বলেছেন, এমন বহু মানুষ আছেন যাঁরা দুটো ছবির বেশি আর অভিনয় করার সুযোগ পাননি। কিন্তু তিনি ২০ বছরের বিশ বলিউডে টিকে রয়েছেন। স্রেফ সলমন খানের ভাই হওয়ার সুবাদে নিশ্চয় তিনি কাজ পাননি। তাঁর দাবি, সলমনের জোরে একটা বা দুটো ছবি পেতে পারেন তিনি কিন্তু কেরিয়ার তাঁকে নিজেকেই তৈরি করতে হয়েছে। যা কাজ তিনি পেয়েছেন তা নিজস্ব যোগ্যতা ও প্রতিভার জেরে।
সুপার ডুপারহিট নায়কের ছোট ভাই হওয়া সত্ত্বেও আরবাজ বলিউডে নায়ক তেমন হননি। কিছু হিট ছবি রয়েছে তাঁর যেমন পেয়ার কিয়া তো ডরনা কেয়া, হ্যালো ব্রাদার, হালচাল, শ্যুটআউট অ্যাট লোখন্ডওয়ালা। আরবাজের বক্তব্য, নিজের কেরিয়ারগ্রাফে তিনি খুশি।
২০১০-এ দাবাং ছবির সাফল্যের পর তার সিকোয়েল দাবাং ২ আরবাজের কেরিয়ারকে নয়া দিশা দিয়েছে। এই দুটো ছবিতে তিনি শুধু অভিনয় করেননি, প্রথমটা প্রযোজনা করেছেন ও পরেরটা পরিচালনা করেছেন। এবার আসছে দাবাং ৩, প্রযোজনা করছেন তিনি, করছেন অভিনয়ও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement