Arijit Singh: প্রতিবেশীদের সঙ্গে কথা, স্কুটি করে যাতায়াত.. ভাইরাল ভিডিওয় অরিজিতের জীবনযাত্রার ছবি
Arijit Singh's Viral Video: যে ভিডিও সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে। হাতে একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন অরিজিৎ
কলকাতা: আকাশ ছুঁয়ে ফেলেও তাঁর পা থাকে মাটিতে... এই কথা একবার নয়, প্রমাণিত হয়েছে বার বার। তিনি অরিজিৎ সিংহ (Arijit Singh)। মুর্শিদাবাদে, তাঁর বাড়িতে, পাড়ায় তিনি যেন একেবারে মাটির মানুষ। সাধারণ, আর পাঁচটা মানুষের মতোই জীবনযাপন করেন তিনি। কখনও পৌঁছে যান তাঁর পুরনো স্কুলে, কখনও আবার স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। আর সদ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিতের এমনই একটি ভিডিও।
যে ভিডিও সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে। হাতে একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন অরিজিৎ। তাঁর মাথায় টুপি, গায়ে একটা সাদামাটা টি শার্ট ও ধুতি প্যান্ট। বাড়ি থেকে বেরিয়ে এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, 'সবাই ভাল আছো?' পাল্টা উত্তরে অরিজিৎও জানান, 'চলে যাচ্ছে'। এরপরে স্কুটিতে উঠে হাসি মুখে চলে যান তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টুকরো এই ভিডিও। মুগ্ধ অনুরাগীরা মন্তব্য করেছেন, সত্যিই একেবারে সাধারণ মানুষদের মতোই জীবন যাপন করেন অরিজিৎ। তাঁর মহত্ব এখানেই।
আপাতত গোটা দেশজুড়ে ঘুরে ঘুরে অনুষ্ঠান করছেন অরিজিৎ সিংহ। গত কয়েক মাস ধরে দিল্লি, চেন্নাই, কলকাতা, আহমেদাবাদ ইত্যাদি একাধিক শহরে শো করেছেন তিনি। সম্প্রতি 'তেরে পেয়ার মে' গায়কের লাইভ পারফর্ম করার কথা ছিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। দুর্ভাগ্যবশত সেই অনুষ্ঠানের শেষ করেছিলেন অরিজিৎ আহত অবস্থায়। অভিযোগ এক অনুরাগী তাঁকে হাত ধরে টানাটানি করতে থাকেন, যার ফলে হাতে চোট পান শিল্পী।
এই মুহূর্তে ভারতের এমন কোনও বড় মাপের অভিনেতা বোধ হয় নেই, যাঁর কণ্ঠে অরিজিৎ সিংহ গান গাননি। শাহরুখ খান হোক বা রণবীর কপূর, রণবীর সিংহ, সকলের জন্যই নিজের কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। তিনি এককথায় এখন গ্লোবাল স্টার। সাধারণত অরিজিৎ সিংহ তাঁর লাইভ কনসার্টে অনুরাগীদের সঙ্গে করমর্দন করেন, তাঁদের কাছে এসে তাঁদের সঙ্গে কথোপকথনও সারেন। সকলকে নিয়ে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যান তিনি। এমনই একটি অনুষ্ঠানে সদ্য আহত হয়েছিলেন অরিজিৎ।
আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?
আরও পড়ুন: Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার'