Arijit Singh: অসুস্থ অরিজিৎ সিংহ, পিছিয়ে দিলেন কনসার্ট
Arijit Singh Health Update:সদ্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে অরিজিৎ জানিয়েছেন, অসুস্থতার জন্য ইউকে-তে শো করতে যেতে পারছেন না তিনি। সেপ্টেম্বর মাসে সেই শো হবে বলেই জানিয়েছেন তিনি।
![Arijit Singh: অসুস্থ অরিজিৎ সিংহ, পিছিয়ে দিলেন কনসার্ট Arijit Singh Health Updates Singer postpones UK tour due to medical emergency Entertainment News Bollywood Arijit Singh: অসুস্থ অরিজিৎ সিংহ, পিছিয়ে দিলেন কনসার্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/02/727fe34677e3f7f50817f6898482ad71172260213165149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অসুস্থতার জন্য কনসার্টের দিন পিছিয়ে দিলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)। চলতি মাসেই তাঁর ইউকে-তে একটি কনসার্ট করার কথা ছিল। তবে অসুস্থতার জন্য সেই কনসার্ট পিছিয়ে দিয়েছেন তিনি। সদ্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে অরিজিৎ জানিয়েছেন, অসুস্থতার জন্য ইউকে-তে শো করতে যেতে পারছেন না তিনি। আগামী মাস, অর্থাৎ সেপ্টেম্বর মাসে সেই শো-গুলি হবে বলেই জানিয়েছেন তিনি।
সেই পোস্টে এমন কি লেখা ছিল? অরিজিৎ লিখেছেন, 'আমার প্রিয় অনুরাগীরা.. খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার কিছু শারীরিক সমস্যা রয়েছে। অগাস্ট মাসে আমাদের কনসার্টগুলোর দিন পরিবর্তন করতে হচ্ছে। আমাদের পারফরম্যান্সের জন্য আপনারা যে কতটা অধীরভাবে অপেক্ষা করেন সেটা আমি জানি। আপনাদের যদি এতে কোনোরকম সমস্যা হয়ে থাকে, তাহলে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।'
অরিজিৎ আরও লিখেছেন, 'আপনাদের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন, আমরা সবাই সবাইকে কথা দিই যে সেপ্টেম্বর মাসে যে অনুষ্ঠানটা করব সেটা অনেক বড় হবে। আরও অনেক মানুষ আসবেন। অনেক সুন্দরভাবে হবে অনুষ্ঠানটা। আপনাদের সবার ধৈর্য্য, বোঝাপড়া আর ভালবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। না ভোলার মতো একটা স্মৃতি হয়ে থাকবে সেপ্টেম্বরের এই অনুষ্ঠান। কথা দিলাম। আপনাদের মতো আমিও একটা দুর্দান্ত অভিজ্ঞতার অপেক্ষায়। আবারও, আপনাদের সবার খাচে আমি ক্ষমাপ্রার্থী। ইতি অরিজিৎ সিংহ।'
প্রসঙ্গত, সদ্য 'পদাতিক' ছবিতে কাজ করেছেন অরিজিৎ। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিংহ। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সেই গান। টলিউড থেকে বলিউড, বাঙালি এই শিল্পী বর্তমানে অন্যতম পছন্দ পরিচালক প্রযোজকদের। তাঁর গান ছবিতে থাকা মানেই যেন হিট, এটাই মনে করেন সবাই। অনুরাগীদের প্রার্থনা, অসুস্থতা কাটিয়ে দ্রুত সেরে উঠুন, মঞ্চে ফিরুক অরিজিৎ সিংহ।
View this post on Instagram
আরও পড়ুন: Swastika Mukherjee: কাঁধে 'বোঁচকা' হাতে জুতো! মেয়ের কাছে গিয়ে এ কি হাল স্বস্তিকার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)