Swastika Mukherjee: কাঁধে 'বোঁচকা' হাতে জুতো! মেয়ের কাছে গিয়ে এ কি হাল স্বস্তিকার?
Swastika Mukherjee on Social Media: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'সেই কাজটাই করছি যেটা মায়েরা সবচেয়ে ভালভাবে করতে পারে। সমস্তরকম পোশাকের সঙ্গেই একটা করে বোঁচকা নিয়ে ঘুরছি'
কলকাতা: হোক না অভিনেত্রী.. তিনি তো মাই। এই কথা যেন তিনি বারে বারেই বলে এসেছেন। টলিউডের প্রথম সারির এই অভিনেত্রী যে কতটা সাধারণ, তা যাঁরা তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন তাঁরাই বোঝেন। সোশ্যাল মিডিয়ায় আজ সদ্য তেমনই একটি শেয়ার করে নিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। মেয়ে অন্বেষার সঙ্গে একটি জায়গায় গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়ে একি অবস্থা হল মা স্বস্তিকার?
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'সেই কাজটাই করছি যেটা মায়েরা সবচেয়ে ভালভাবে করতে পারে। সমস্তরকম পোশাকের সঙ্গেই একটা করে বোঁচকা নিয়ে ঘুরছি। হাতে করে মেয়ের চটি নিয়ে ঘুরছি কারণ ইভেন্টের পরে মেয়ে হিল ছেড়ে চটি পরবে। সবসময় তো আর হিল পরা যায় না। অন্বেষা.. হিল সবসময় সাময়িক, কী বলিস? ব্যাগে করে গোটা সংসার নিয়ে ঘুরছি।' সত্যিই লেখার মতোই অবস্থা স্বস্তিকার। কাঁধে বেমানান ঝোলা বড় ব্যাগ, মাথায় মেয়ের টুপি, দুই হাতে দুই রকমের চটি। তবে মুখের হাসিটা অমলিন।'
শেষবার 'বিজয়া' সিরিজে দেখা গিয়েছিল স্বস্তিকাকে। সেখানেও এক মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এমন এক মা, যাঁর ছেলে পড়াশোনার জন্য একটি বড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে ব়্যাগিংয়ের স্বীকার হয়েছে। ছেলের মৃত্যুর রহস্য সমাধান করতেই উদ্যত হন স্বস্তিকা। 'হইচই' (Hoichoi)-তে মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজ। এই সিরিজ মুক্তির পরে, নিজের মেয়ের কথা লিখে বিলাপ করতে দেখা গিয়েছিল স্বস্তিকাকে। মেয়ে অন্বেষা এখন বিদেশে কর্মরত। সেই কারণেই কলকাতায় থাকতে পারেন না অন্বেষা। স্বস্তিকা বারে বারেই মেয়ের কথা বলেছেন বিভিন্ন সময়ে। বলেছেন, মেয়ে কাজের জন্য বাইরে চলে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন স্বস্তিকা। এতটাই যে তাঁকে চিকিৎসকের পরামর্শও নিতে হয়েছিল। বর্তমানে অনেকটাই ভাল আছেন স্বস্তিকা, কাটিয়ে উঠেছেন সেই পরিস্থিতি।
View this post on Instagram
আরও পড়ুন: Priyanka Chopra: 'বছর ২০-র সেই মেয়েটার জন্য গর্ব হয়', কার কথা লিখে আবেগপ্রবণ প্রিয়ঙ্কা চোপড়া?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।