Arijit Singh on Pasoori: 'জানতাম বিতর্ক হবে', তবুও কোন শর্তে 'পসুরি' গাইতে রাজি হয়েছিলেন অরিজিৎ সিংহ?
Arijit Singh News: নতুন এই রিমেক মোটেই মনে ধরেনি অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় বেশ রোষের মুখেই পড়তে হয়েছে এই গানকে।
কলকাতা: ফের শিরোনামে 'পসুরি' (Pasoori), তবে চর্চায় নয়, বিতর্কে। কিয়ারা আডবাণী (Kiara Advani) ও কার্তিক আরিয়ান (Kartik Arryaan) অভিনীত নতুন ছবি 'সত্যপ্রেম কি কথা' (Satyaprem Ki Katha)-র নতুন গান 'পসুরি নু'। আলি শেঠি ও শেই গিলের (Ali Sethi and Shae Gil) গাওয়া জনপ্রিয় পাকিস্তানি গান 'পসুরি'র (Pasoori) রিমেক এটি। গানের নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিংহ (Arijit Singh) ও তুলসী কুমার (Tulsi Kumar)। তবে নতুন এই রিমেক মোটেই মনে ধরেনি অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় বেশ রোষের মুখেই পড়তে হয়েছে এই গানকে।
বিতর্কের মধ্য়েই তোলপাড় ফেলে একটি ট্যুইট। ট্যুইটারে এই গান নিয়ে বেশ তরজা চলছে, ঠিক যেমন কেউ এই গানটির নিন্দা করেছেন, কেউ আবার অরিজিতের পাশেও দাঁড়িয়েছেন এই বিষয়ে। এই পক্ষে বিপক্ষের মধ্যেই অরিজিৎ সিংহের নামের একটি আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ট্যুইট আসে একটি। এক অনুরাগী ট্যুইট করেছিলেন, 'বলিউডের সেরা গায়ক হওয়ার পরেও আপনি কেন এই গানটা গাইতে রাজি হলেন? বাতিল করলেন না?' এই ট্যুইটের উত্তরে অরিজিৎ লেখেন, 'বুঝেছি। আসলে গানের নির্মাতারা আমায় কথা দিয়েছিলেন, অনগ্রসর শিশুদের একটি স্কুলের জন্য এক বছরের খরচ দেবেন। সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য না হয় একটু গালিগালাজ খেয়ে নেব।'
well
— WhoamI (@Atmojoarjalojo) June 26, 2023
The maker has promised me a yearly fund for a school for undee privileged
thats more important
thode gaali kha lenge🤣
একটি নয়, আরও এক অনুরাগীর কথা ট্যুইটের উত্তরে এই একই মন্তব্য করা হয় অরিজিৎ সিংহের নামের ওই আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে। অন্য আরেক অনুরাগী অবশ্য পাশে দাঁড়িয়েছেন অরিজিতের। তাঁর মত, কোনও কিছুর রিমেক হলে সবসময় সেটাকে আগের ভার্সনের সঙ্গে তুলনা করা হয়। গানটাকে তুলনা না করে দেখুন। সেই ট্যুইটের উত্তরে অরিজিৎ লেখেন, 'না না, আমি জানি এই গানটি খুব একটা ভাল প্রতিক্রিয়া পাবে না।' এরপরে ওই অ্যাকাউন্ট থেকে আরও একটি ট্যুইট করে লেখা হয়, 'আমরা, শিল্পীরা কাউকে নীচু করতে চাই না, কাউকে নীচু হতে দেখতেও ভাল লাগে না। আপনারা বুঝুন, সবটাই প্রচার।'
আরও পড়ুন: Kajol: শাহরুখ বোঝে একজন মহিলার পক্ষে কতটা ঘনিষ্ঠ দৃশ্য অস্বস্তিকর হতে পারে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন