Kajol: শাহরুখ বোঝে একজন মহিলার পক্ষে কতটা ঘনিষ্ঠ দৃশ্য অস্বস্তিকর হতে পারে
Kajol about Shah Rukh Khan: কাজল সাক্ষাৎকারে বলেন, 'আমার কোনও ধারণা ছিল না শ্যুটিংয়ে কী কী হতে পারে। প্রত্যেকটা শটের আগে আমায় কেবল বুঝিয়ে দিচ্ছিলেন পরিচালকেরা যে কী কী করতে হবে'
মুম্বই: পর্দায় তাঁরা যেন ম্যাজিক নিয়ে আসে, ফিরিয়ে দেয় নস্ট্যালজিয়াকেও। সামনেই মুক্তি পাবে কাজলের (Kajol) নতুন ছবি 'লাস্ট স্টোরি ২' (Lust Stories 2)। এই ছবি ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে কাজল একবার জানিয়েছিলেন, এখন সম্পর্ককে প্রকাশ করার, ভালবাসার ভাষা বদলেছে। আর সেটাই পর্দায় ফুটিয়ে তুলছে সিনেমা। কিন্তু নব্বইয়ের দশকে কেমন করে পরিকল্পনা করা হত ঘনিষ্ঠ দৃশ্যের? কীভাবেই বা চলত শ্যুটিং? সদ্য একটি সাক্ষাৎকারে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন কাজল।
এই সাক্ষাৎকারে কাজল তুলে ধরেছেন শাহরুখের সঙ্গে 'কর্ণ-অর্জুন' (Karan Arjun) ছবির 'জাতি হুঁ ম্যায়' (Jaati Hu Main) গানটি শ্যুট করার অভিজ্ঞতা। কাজল শাহরুখকে সবচেয়ে ভাল সহ অভিনেতা হিসেবে উল্লেখ করে বলেন, শাহরুখ নাকি বুঝতে পারেন একটা মেয়ের পক্ষে কতটা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা সাবলীল বা কোথায় অস্বস্তি হতে পারে।
কাজল সাক্ষাৎকারে বলেন, 'আমার কোনও ধারণা ছিল না শ্যুটিংয়ে কী কী হতে পারে। প্রত্যেকটা শটের আগে আমায় কেবল বুঝিয়ে দিচ্ছিলেন পরিচালকেরা যে কী কী করতে হবে। আমি কেবল সেটাই করে যাচ্ছিলাম, যেটা আমায় বলা হচ্ছিল। খুব কঠিন হচ্ছিল.. কিন্তু করে যাচ্ছিলাম কথা মতো।'
এই গানটি কম্পোড করেছিলেন রাকেশ রোশন (Rajesh Roshan) ও কোরিওগ্রাফি করেছিলেন চিনি প্রকাশ। কাজল আরও বলছেন, 'আমার মনে হয়, আমার গোটা কেরিয়ারে শাহরুখ আমার সবচেয়ে ভাল সহ অভিনেতা। ওর সঙ্গে আমি সবচেয়ে বেশি সাবলীল। এই গানের দৃশ্য শ্যুটিংয়ের সময় শাহরুখ বুঝেছিল আমার পক্ষে কোন দৃশ্যটায় অভিনয় করা কঠিন হতে পারে। যাতে আমি সাবলীল হতে পারি, তার জন্য যা যা প্রয়োজন সেটা ও করেছিল।'
সদ্য পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কাজল বলেছিলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে ভালবাসার ভাষা বদলাচ্ছে। একটা সময় মানুষ প্রেম, ভালবাসা নিয়ে যা যা ভাবতেন, কল্পনা করতেন, তার সবটাই এখন বদলাচ্ছে। একসময় ভালবাসায় যে যে বিষয়গুলিকে অত্যন্ত প্রয়োজনীয়, বা প্যাশন বলে ভাবা হত, বর্তমান প্রজন্মের কাছে সেগুলো ভীষণ বোকা বোকা বা দমবন্ধ করা মনে হয়। এখন যদি কেউ ভালবাসা প্রকাশের জন্য ৩০টা টেক্সট পাঠায় বা ১৫টা চিঠি লেখে.. তাকে স্টকার বলা হয়। আমি তো বলব, বর্তমানে ভালবাসার ভাষা বদলে গিয়েছে। আর সিনেমা সেটাই তুলে ধরছে। সিনেমা চিরকালই জীবনের প্রতিচ্ছবি। মানুষের ভাবনা বদলালে, স্বভাব বদলালে সিনেমার ধাঁচও বদলাবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন