এক্সপ্লোর
Advertisement
প্রতিটি শ্বাস প্রশ্বাসে ভেবেছি তোমার কথা, মৃত মাকে লেখা অর্জুন কপূরের খোলা চিঠি
মুম্বই: দিনটা ছিল মার্চের পঁচিশ। ৬ বছর আগে এ দিনেই মারা যান মোনা কপূর। মৃত মায়ের স্মৃতিতে খোলা চিঠি লিখলেন ছেলে অর্জুন।
মায়ের মৃত্যুবার্ষিকীতে অর্জুন লিখেছেন, আজ পাতিয়ালায় একটা খালের ধারে শ্যুটিং করছিলাম। ভাবছিলাম, যদি তোমাকে এত সুন্দর জায়গাটার এখটা ছবি তুলে পাঠাতে পারতাম মা! মনে পড়ল, তোমার সঙ্গে আমি কখনও লাল কার্পেটে হাঁটিনি, আমার একটা ছবিও দেখাতে পারিনি তোমাকে। কিন্তু আমি জানি, শেষ ৬ বছরে আমি যে ৯টা ছবি করেছি, তার প্রত্যেকটার প্রত্যেক পদক্ষেপ তুমিও নিয়েছ আমার সঙ্গে।
আমার আর অংশুলার যাবতীয় নিজস্ব সফরে তুমিও রয়েছ মা। কত কিছু ঘটে গিয়েছে, কত প্রশ্নের উত্তর চাওয়ার ছিল তোমার কাছে, তোমার থেকে শক্তি পেতে পারতাম... আমি ভাল কাজ করছি কিনা জানি না কিন্তু একটু একটু করে এগোচ্ছি, তুমি আর তোমার দেওয়া শিক্ষা যেন সেই কাজে প্রতিফলিত হয় তার চেষ্টা করছি... বিশ্বাস হয় না, ৬ বছর কেটে গিয়েছে, আমার প্রত্যেক শ্বাস প্রশ্বাসে রয়েছ তুমি।
একটু হাস মা, যেখানেই থাক, ছড়িয়ে দাও তোমার উষ্ণতা, ইতিবাচকতা। ঈশ্বর জানেন, আমার আর অংশুলার এটা দরকার। ভালবাসা রইল।
[embed]https://www.instagram.com/p/Bgv6T-phQFt/?utm_source=ig_embed[/embed]
মাত্র ৪৭ বছর বয়সে মাল্টিপল অর্গ্যান ফেলিওরের শিকার হন মোনা। বনি কপূরের প্রথম পত্নী মোনার দুই ছেলেমেয়ে- অর্জুন ও অংশুলা। অর্জুনের প্রথম ছবি ইশকজাদে মুক্তি পাওয়ার মাত্র মাসকয়েক আগে মারা যান তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement