Arjun Rampal Son Arik Birthday: 'লিটিল রকস্টার' তুমি আজ দু'বছরের ; পুত্রকে নিয়ে হৃদয়গ্রাহী পোস্ট অর্জুনের
দু'বছরে পা দিল পুত্র অরীক। সেই আনন্দে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলিউড অভিনেতা অর্জুন রামপালের।
মুম্বই : দু'বছরে পা দিল পুত্র অরীক। সেই আনন্দে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলিউড অভিনেতা অর্জুন রামপালের। হৃদয়গ্রাহী সেই পোস্টের সাথে জুড়ে দিয়েছেন কিছু মিষ্টি ছবিও। সোশাল মিডিয়া পিতা-পুত্রর সুন্দর মুহূর্তের সেই ছবি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
'ওম শান্তি ওম' খ্যাত অভিনেতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'লিটিল রকস্টার'-এর সঙ্গে তোলা বেশ কয়েকটি মিষ্টি ছবি শেয়ার করেছেন। ছবির পাশে তিনি লিখেছেন, আমার প্রিয় পুত্র। তোমার আজ দুই বছর বয়স হয়ে গেল এবং তুমি যে ভালবাসা ও আনন্দ আমাদের পরিবারে নিয়ে এসেছো, তার জন্য আমরা কৃতজ্ঞ। শুভ জন্মদিন অরীক । #happybirthdayArik"।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ৩৫ হাজারের বেশি ভক্ত পোস্টটি লাইক করে ফেলেন। তাও আবার মাত্র এক ঘণ্টার মধ্যে।
রামপালের মডেল গার্লফ্রেন্ড ও অরীকের মা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসও পুত্রের জন্মদিন উপলক্ষে একটি হৃদয়গ্রাহী বার্তা দিয়েছেন। ফ্যামিলি অ্যালবাম থেকে মিষ্টি ছবি দিয়ে গ্যাব্রিয়েলা লিখেছেন, শুভ জন্মদিন...আমার রোদের মতো উজ্জ্বল পুত্র। আমাকে ভালবাসা এবং আমাদের জগৎটাকে আলোকিত করে তোলার জন্য তোমায় ধন্যবাদ।
২০১৯ সালের জুলাইয়ে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা পুত্র অরীকের জন্ম হয়। এপ্রিলে ইনস্টাগ্রাম পোস্টে গ্যাব্রিয়েলার প্রেগন্যান্সির কথা জানান 'পল্টন'-এর অভিনেতা। সঙ্গে দেন একটি মিষ্টি ছবি। প্রসঙ্গত, অরীক রামপালের তৃতীয় সন্তান। এর আগে মেহের জেসিয়াকে বিয়ে করেছিলেন অর্জুন রামপাল। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সালে পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। তাঁদের দুই মেয়ে আছে- মাহিক্কা ও মাইরা। ২০১৮ সাল থেকে অর্জুন-গ্যাব্রিয়েলার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁদের একসাথে উপস্থিত থাকতেও দেখা যায়। দক্ষিণ আফ্রিকার মডেল ও অভিনেত্রী গ্যাব্রিয়েলার বলিউডে অভিষেক হয় ২০১৪ সালের ছবি 'সোনালি কেবল'-এ অভিনয় করে।
অর্জুন রামপালকে এর আগে 'নেল পলিশ'-এ দেখা গেছে। তাঁর হাতে এই মুহূর্তে পর পর রয়েছে 'ধকড়' 'দ্য রেপিস্ট' ও 'দ্য ব্যাটেল অফ ভীমা কোরেগাঁও'।