Aryan Khan Drug Case: মাদককাণ্ডে জড়িত নন শাহরুখ পুত্র আরিয়ান, দাবি এনসিবি গঠিত তদন্তকারী দলের
Aryan Khan Drug Case: চূড়ান্ত সিদ্ধান্তের আগে একটি আইনি মতামত নেওয়া হবে, কেবলমাত্র সেবনের জন্য আরিয়ানকে অভিযুক্ত করা যেতে পারে কি না জানতে, যদিও তাঁর কাছ থেকে মাদক মেলেনি। জানিয়েছে SIT।
মুম্বই: ঘটনার শুরু আজ থেকে পাঁচ মাস আগে ২ অক্টোবর ২০২১-এর রাত্রে। মুম্বই থেকে গোয়া গামী ক্রুজে আচমকা হানা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের। মাদক মামলায় আটক ও পরে গ্রেফতার হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। শুরু হল তদন্ত, জিজ্ঞাসাবাদ ও একের পর এক তথ্য প্রকাশ। আজ অর্থাৎ বুধবার, ২ মার্চ এনসিবি গঠিত সেই মামলার তদন্তে থাকা বিশেষ দল (Special Investigation Team) জানিয়েছে যে আরিয়ান খানের মাদক মামলায় জড়িয়ে থাকার কোনও প্রমাণ মেলেনি। তবে কি শেষ পর্যন্ত কালিমালিপ্ত এই অধ্যায় মুছতে চলেছে আরিয়ানের জীবন থেকে?
তদন্তকারী আধিকারিকদের মতে, কর্ডেলিয়া ক্রুজ অভিযানে বেশ কিছু গলদ ছিল যখন আরিয়ানকে আটক করা হয় এবং ৩ অক্টোবর গ্রেফতার করা হয়। আরিয়ানের সঙ্গে তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা এবং আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়।
সিট আধিকারিকরা আরও বলেছেন যে যেহেতু আরিয়ান খান কখনওই মাদক কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না তাই তাঁর ফোন নেওয়ার এবং চ্যাট পরীক্ষা করার দরকার ছিল না। সিটের তদন্ত যদিও এখনও সম্পূর্ণ হয়নি। এনসিবি ডিরেক্টর জেনারেল এস এন প্রধানের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দিত আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে একটি আইনি মতামত নেওয়া হবে, কেবলমাত্র সেবনের জন্য আরিয়ানকে অভিযুক্ত করা যেতে পারে কি না জানতে, যদিও তাঁর কাছ থেকে মাদক মেলেনি। এমনটাই জানানো হয়েছে সিট আধিকারিকদের তরফে।
আরও পড়ুন: Pathaan Teaser: অপেক্ষার অবসান! নয়া লুকে আসছেন কিং খান, প্রকাশ্যে 'পাঠান' মুক্তির তারিখ
গ্রেফতারির পর জামিন মিলতে প্রায় ২০ দিনেরও বেশি সময় লাগে আরিয়ান খানের। এরপর বাদশাহ পুত্র এবং অন্যদের জামিন দেওয়া হয়েছিল। কিন্তু তারকাপুত্রকে প্রতি শুক্রবার এনসিবি অফিসে এসে হাজিরা দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।