(Source: ECI/ABP News/ABP Majha)
Cruise Drugs Case: আজ শাহরুখ-পুত্র আরিয়ানের জামিনের আর্জির শুনানি বিশেষ এনডিপিএস আদালতে
গত ১৪ অক্টোবর বিশেষ এনডিপিএ আদালতে এনসিবি বলিউড তারকা শাহরুখ খানের ছেলের জামিনের আর্জির বিরোধিতা করেছিল।
মুম্বই: বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আর্জি নিয়ে আজ শুনানি হবে আদালতে। আপাতত ক্রুজ মাদক মামলায় জেলে রয়েছে আরিয়ান। তাঁর জামিনের আর্জির শুনানি হচ্ছে বিশেষ এনডিপিএস আদালতে। এর আগে আদালত আরিয়ানের আর্জির ক্ষেত্রে সিদ্ধান্ত স্থগিত রেখেছিল।
গত ১৪ অক্টোবর বিশেষ এনডিপিএ আদালতে এনসিবি বলিউড তারকা শাহরুখ খানের ছেলের জামিনের আর্জির বিরোধিতা করেছিল। তারা দাবি করেছিল, আরিয়ান নিয়মিতভাবে মাদকাসক্ত। আরিয়ানকে ক্রুজ জাহাজ থেকে মাদক বাজেয়াপ্ত করার ঘটনায় গ্রেফতার করেছিল এনসিবি।
গত ৩ অক্টোবর এনসিবি আরিয়ানকে গ্রেফতার করেছিল। নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্ট অ্যাক্ট (এনডিপিএস) মামলায় বিশেষ বিচারক বিবি পাটিলের এজলাশে আরিয়ান সহ অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাও জামিনের আর্জি জানিয়েছেন। আবেদনের শুনানিতে এনসিবি-র আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অনিল সিংহ দাবি করেন, গত কয়েক বছরে আরিয়ান মাদক পদার্থ সেবন করেন, এমন প্রমাণ রয়েছে। এছাড়াও হোয়াটস্যাপ চ্যাটের উল্লেখ করে মাদক চক্রে তাঁর সামিল থাকার দাবিও করেছেন এএসজি।
আরিয়ানকে গ্রেফতারের পর এনসিবি জানিয়ে এসেছে যে, তাঁর কাছ থেকে ব্যক্তিগতভাবে কিছু পাওয়া যায়নি। যদিও হোয়াটস্যাপ চ্যাট থেকে তাঁর মাদক পাচারে যুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে বলে দাবি এনসিবি-র। এসএজি আরও দাবি করেন যে, ক্রুজ শিপে মার্চেন্টের কাছে বাজেয়াপ্ত মাদক পদার্থ আরিয়ানের জন্য ছিল। এনসিবি-র আরও দাবি, আরিয়ানের আন্তর্জাতিক মাদক পদার্থ সংক্রান্ত চক্রের সদস্যদের সঙ্গেও সম্পর্ক রয়েছে।
উল্লেখ্য, এর আগে ম্যাজিস্ট্রেটের আদালত আরিয়ানের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। কারণ হিসেবে জানানো হয়েছিল, এই আদালত বিষয়টি নিয়ে শুনানি করতে পারে না। এই মামলার শুনানি হতে পারে এনডিপিএস আদালতে। বর্তমানে আরিয়ান ও মার্চেন্টকে আর্থার রোড জেলে রাখা হয়েছে।