Coldplay Concert Viral: কোল্ডপ্লে-র কনসার্টে গিয়ে ফাঁস পরকীয়া, চাকরি থেকে ইস্তফা দিলেন সেই সিইও
Astronomer CEO Resigns: বস্টনে ব্রিটিশ ব্যান্ড 'কোল্ডপ্লে'র কনসার্ট ছিল সদ্যই। আর সেখানেই ভাইরাল হয়ে যাক এক যুগল! কে তাঁরা?

কলকাতা: গিয়েছিলেন গান শুনতে, একটু নিজের মতো করে সময় কাটাতে.. তবে ক্যামেরা ফোকাস করলেই বিপত্তি। একেবারে প্রকাশ্যে চলে এল ব্যক্তিগত সম্পর্ক। কোল্ডপ্লে-র কনসার্ট শুনতে এসে ভাইরাল হয়ে গেলেন, মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। অন্ধকারে ঘনিষ্ঠ হয়ে গান শুনছিলেন তাঁরা, হঠাৎই তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত ধরে ফেলে কিস ক্যামেরা। মঞ্চ থেকে মজা করে মন্তব্য ও করেন শিল্পী। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বায়রন আর ক্রিস্টিনের ঘনিষ্ঠ মুহূর্ত। এই ঘটনায় এবার কোম্পানি থেকে ইস্তফা দিলেন সিইও।
ঠিক কী ঘটেছে? বস্টনে ব্রিটিশ ব্যান্ড 'কোল্ডপ্লে'র কনসার্ট ছিল সদ্যই। আর সেখানেই ভাইরাল হয়ে যাক এক যুগল! কে তাঁরা? পরিচয় জানা গেল, তাঁরা হলেন, মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। তাঁরা কি দম্পতি? মধ্যবয়স্ক এই যুগলকে দেখে প্রথমে এই প্রশ্নই মনে জেগেছিল নেটদুনিয়ার। কিন্তু ট্যুইস্ট সেখানেই। জানা গেল, তাঁরা মোটেই দম্পতি নন। এখানেই শেষ নয়, অ্যান্ডি বায়রন নাকি বিবাহিত ও বাড়িতে তাঁর স্ত্রী রয়েছেন। কিন্তু সংস্থার চিফ পিপল অফিসারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল তাঁকে! ক্যামেরা তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেছে, তা বুঝতে পেরেই ক্রিস্টিন ক্যাবটকে ছিটকে গিয়ে ছেড়ে দেন অ্যান্ডি বায়রন। এরপরে মুখ লুকিয়ে ক্যামেরার আড়ালে বসে পড়েন। অন্যদিকে পিছন ফেলে মুখ লুকোন ক্রিস্টিন ক্যাবটও। ক্যামেরা যে তাঁদের ধরে ফেলেছে, সেটা বুঝতে পেরে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তাঁরা। ক্যামেরা যতক্ষণ তাঁদের দিকে ছিল, ক্যামেরা ছেলে বাঁচতেই তৎপর ছিলেন তাঁরা। মঞ্চের শিল্পীদেরও নজর এড়ায় না এই দৃশ্য। মঞ্চ থেকে গায়ক ক্রিস মার্টিন ঠাট্টা করে বলেন, 'ওদের দেখুন! হয়ত এরা পরকীয়া করছে, না হয় খুব লাজুক!' এই কথার পর হাসিতে ফেটে পড়ে দর্শকরা।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর জানা যায়, অ্যান্ডি বায়রন দীর্ঘদিন ধরেই বিবাহিত। তার স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউ ইয়র্কে বসবাস করেন। আর কনসার্টে তার পাশে বসা ক্রিস্টিন ক্যাবট হলেন তার সহকর্মী ও অ্যাস্ট্রোনোমারের চিফ পিপল অফিসার। এই ভিডিও ভাইরাল হতেই বিবৃতি দিয়ে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন বায়রন। তবে পরেরদিনই কোম্পানি থেকে ইস্তফা দিলেন তিনি। কোম্পানির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'আমরা এই কথা এর আগেও বলেছি যে, অ্যাস্ট্রোনমার সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি দায়িত্বশীল। প্রত্যাশা করা হয়, আমাদের নেতারাও নিজেদের ব্যবহারের মধ্য দিয়ে আদর্শ স্থাপন করবেন। কিন্তু সম্প্রতি তা করা হয়নি।'






















