Parineeti-Ayushman on RG Kar Issue: 'চিকিৎসকের মৃত্যু নয়, একটা দেশের আশার মৃত্যু', আরজি কর কাণ্ডে সরব পরিণীতি-আয়ুষ্মান
Ayushmann Khurrana and Parineeti Chopra: এই ঘটনায় সরব হয়েছেন পরিণীতি চোপড়াও। লিখেছেন, 'একটা মেয়ে মাটিতে শুয়ে রয়েছে, নগ্ন, গোটা শরীরে আঘাত, পেলভিস বোন ভাঙা, চোখে কাচ ফুটে রয়েছে। রক্ত বেরোচ্ছে'
কলকাতা: আরজি কাণ্ডের প্রতিবাদের ঝড় এবার মায়ানগরীতে। আজকের 'রাত দখলে'-এর ডাকে রাস্তায় নেমেছেন মহিলারা। কেবল শহর কলকাতা নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। আন্দোলনের আঁচ পড়েছে মুম্বই থেকে শুরু করে ব্যাঙ্গালোর এমনকি লন্ডনেও। টলিউড তো বটেই, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন বলিউডের তারকারাও। আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana), রিচা চড্ডা (Richa Chaddha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)-ও।
সোশ্যাল মিডিয়ায় আয়ুষ্মান খুরানা লিখেছেন, 'ধর্ষণ কোনও শখের অপরাধ নয়। কোনও একজনের কাজও নয় এই ধর্ষণ। একটা একটা সাধারণ অপরাধও নয়। এটা শুধুমাত্র এমন কিছু মানুষের কাজ যারা ক্ষমতার অপব্যবহার করে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং শারীরিকভাবে বেশি ক্ষমতার। ধর্ষণ কোনও একটা মানুষের হয় না, গোটা মানবতার ধর্ষণ হয়।' ইনস্টাগ্রাম স্টেটাসে এই ছবি শেয়ার করে নিয়েছেন আয়ুষ্মান। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে আয়ুষ্মানকে অনেকেই সমর্থন জানিয়েছেন।
একা আয়ুষ্মান নন, এই ঘটনায় সরব হয়েছেন পরিণীতি চোপড়াও। লিখেছেন, ' একটা মেয়ে মাটিতে শুয়ে রয়েছে, নগ্ন, গোটা শরীরে আঘাত, পেলভিস বোন ভাঙা, চোখে কাচ ফুটে রয়েছে। রক্ত বেরোচ্ছে। মেয়েটার বাবা-মাকে ৩ ঘণ্টা ধরে বসিয়ে রাখা হল, ঘটনাস্থলে যেতে দেওয়া হল না। মেয়েটার শরীর থেকে পাওয়া গেল ১৫০ গ্রাম সিমেন। একজন মানুষের সাধারণত ১৫ গ্রাম সিমেন থাকে। একজনকে ধরা হল, বলা হল তার মানসিক সমস্যা রয়েছে। মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পরে হঠাৎ হাসপাতালে সংস্কারের কাজ শুরু হয়ে গেল। এটা আর একজন চিকিৎসকের ধর্ষিত হওয়ার ঘটনা নয়, এটা অমানবিক। আমরা ছোট ছোট অমানবিকতা গুলো দেখেও চোখ বন্ধ করে থাকছি। যারা ভেবেছিল নির্ভয়াকাণ্ডের পরে সব ঠিক হয়ে যাবে, তাঁদের বলছি, ১২ বছর কেটে গিয়েছে মাঝে। কিচ্ছু বদলায়নি। অনেকে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখছেন, একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। না.. একজন চিকিৎসকের মৃত্যু হয়নি। একটা দেশের আশার মৃত্যু হয়েছে।'
প্রতিবাদে সরব হয়েছেন রিচা চড্ডাও। বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা সরব হয়েছেন এই বিষয় নিয়ে। অন্যদিকে আজ কেবলমাত্র রাত দখলের ডাক কলকাতা বা জেলায় নয়, পালন হচ্ছে মুম্বইতেও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।