Ayushmann on Surekha Sikri: 'যদি আরও কাজ পেতাম..', আয়ুষ্মানের কাছে আফশোস করেছিলেন সুরেখা
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। 'বধাই হো' ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।
মুম্বই: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। 'বধাই হো' ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। অভিনেত্রীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় পুরনো কথা লিখতে গিয়ে আবেগে ভাসলেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় আস সুরেখার সঙ্গে একটি ছবি পোস্ট করেন আয়ুষ্মান খুরানা। ছবিটি 'বধাই হো' ছবির একটি দৃশ্য। সুরেখার কোলে মাথা রেখে শুয়ে আছেন আয়ুষ্মান। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখছেন, 'প্রত্যেক ছবিতেই আমাদের একটা করে পরিবার থাকে। আর আমরা আমাদের নিজেদের পরিবারের থেকে বেশি সময় ছবির পরিবারের সঙ্গেই কাটিয়ে ফেলি। বধাই হো ছবিটাতেও আমার এমনই একটা সুন্দর পরিবার ছিল। আমার সমস্ত ছবির মধ্যে এই পরিবারটা ছিল সবচেয়ে সুন্দর আর চরিত্রায়নগুলোও হয়েছিল সবচেয়ে ভালো করে। সুরেখা সিক্রি ছিলেন সেই পরিবারের সবচেয়ে প্রগতিশীল মানুষ। জানেন, ওটা তাঁর নিজের জীবনও ছিল। একটা সরল, সাধাসিধে মানুষ, মন থেকে একেবারে একজন শিশু। ছবিটির স্ক্রিনিং হয়ে যাওয়ার পর উনি একটা অটো রিক্সা ধরছিলেন বাড়ি যাওয়ার জন্য। আমি আর তাহিরা ওঁকে গাড়ি করে বাড়ি অবধি পৌঁছে দিই। আমি বলি, ম্যাম, আপনিই তো ছবিটার আসল তারকা। তখন উনি আমায় বলেছিলেন, ইস.. আমি যদি আরও কাজ পেতাম! আমি আর তাহিরা চুপ করে বসে রইলাম। উনি ধীর পায়ে নিজের বাড়ির দিকে হেঁটে চলে গেলেন। সেটাই ছিল ওঁর সঙ্গে আমার শেষ স্মৃতি। ওনার কাজ দেখুন, ওনাকে ভালোবেসে ফেলবেন। উনি একজন অসাধারণ অভিনেত্রী। আপনাকে চিরকাল মিস করব সুরেখা ম্যাম।'
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বছর ব্রেন স্ট্রোকের পরেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকের পরে শারীরিক সমস্যা আরও বাড়ে। এরপর আর অভিন. করার মতো শারীরিক পরিস্থিতি ছিল না। জ়োয়া আখতারের ছবি ঘোস্ট স্টোরিজে শেষবার অভিনয় করেছিলেন সুরেখা সিক্রি। যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। ‘তমাস’, ‘মাম্মো’, ‘বধাই হো’-তে তাঁর অভিনয় ভোলার নয়। এই তিনটি ছবিতে অভিনয় করে সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তিনি। বলিউড সহ টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।