Top Social Post: রূপান্তরকামীদের পাশে আয়ুষ্মান, ফের পুলকিতের প্রেমে কৃতি! সোশ্যালের সেরা পোস্টগুলি
Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্টগুলি? দেখে নিন আজকের সোশ্যালের সেরা
কলকাতা: তিনি বরাবরই নিজের ছন্দে জীবনকে দেখেন, বাঁচেন। বলিউডের অন্যান্য অভিনেতার থেকে আলাদা ভাবনা পোষণ করেন তিনি। ফের একবার যেন সেই ধারণারই প্রমাণ দিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। চণ্ডীগড়ে রূপান্তরকামীদের একটি ফুড ট্রাকের উদ্বোধন হল তাঁর হাতেই। চণ্ডীগড়ের জ়িরাকপুর এলাকায় উদ্বোধন হয়েছে এই ফুড ট্রাকটির। আর সেখানেই পৌঁছে গিয়েছিলেন বলিউড অভিনেতা। অন্যদিকে, 'পহেলি রসোই'। বিয়ের পরে নববধূ প্রথম শ্বশুরবাড়ি গিয়ে একটি মিষ্টি খাবার তৈরি করেন। প্রথমবার রান্নাঘরে ঢুকে, নববধূর রান্না করার প্রথাকেই বলে 'পহলি রসোই'। মিষ্টিকে শুভ বলে গণ্য করা হয় বলেই সাধারণত কোনও একটি মিষ্টি পদই বানান নববধূ। তবে এই প্রথা যে কেবলমাত্র মহিলাদের জন্যই তৈরি হয়েছে এমন তো নয়! রীতি ভেঙে বিয়ের পরে প্রথম রান্নাঘরে গিয়ে মিষ্টি পদ রান্না করলেন সদ্য বিবাহিত পুলকিত সম্রাট (Pulkit Samrat)। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন কৃতি খরবান্দা (Kriti Kharbanda)। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্টগুলি? দেখে নিন আজকের সোশ্যালের সেরা
আর্থিকভাবে স্বনির্ভর হতে চান চণ্ডীগড়ের রূপান্তরকামীরা, এগিয়ে এলেন আয়ুষ্মান
তিনি বরাবরই নিজের ছন্দে জীবনকে দেখেন, বাঁচেন। বলিউডের অন্যান্য অভিনেতার থেকে আলাদা ভাবনা পোষণ করেন তিনি। ফের একবার যেন সেই ধারণারই প্রমাণ দিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। চণ্ডীগড়ে রূপান্তরকামীদের একটি ফুড ট্রাকের উদ্বোধন হল তাঁর হাতেই। চণ্ডীগড়ের জ়িরাকপুর এলাকায় উদ্বোধন হয়েছে এই ফুড ট্রাকটির। আর সেখানেই পৌঁছে গিয়েছিলেন বলিউড অভিনেতা।সদ্য উদ্বোধন হওয়া এই ফুড ট্রাকটির নাম দেওয়া হয়েছে 'স্বীকার'। আয়ুষ্মান এই উদ্যোগ নিয়ে বলছেন, 'বিশেষ একটি কারণে এই ফুড ট্রাকটি উদ্বোধন করা হয়। আমাদের সমাজের রুপান্তরকামী মানুষদের উৎসাহ দেবার জন্যই এটা একটা উদ্যোগ। তবে এটা ভীষণ ছোট একটা প্রয়াস। এই দেশে বসবসাকারী প্রত্যেকটা মানুষের সমানাধিকার রয়েছে। সমাজের একটি বড় অংশের মানুষদের রূপান্তরকামীদের নিয়ে ভাবতে হবে। তাঁদের দিকে সচেতনতার হাত বাড়িয়ে দিতে হবে। আমাদের দেশে রূপান্তরকামী মানুষদের নিয়ে অনেকেই তেমন সচেতন নন। একঘরে করে রাখা হয় তাঁদের। সমাজের অন্যান্য মানুষের ব্যবহারের জন্যই, অধিকার থাকলেও অনেক সময়ে তার সদব্যবহার করতে পারেন না এই রূপান্তরকামী মানুষেরা। এই উদ্যোগ রূপান্তরকামী মানুষদের আর্থিক স্বাধীনতা দেবে। সমাজে তাঁদের স্থান আরও শক্ত করবে।' এই গোটা উদ্যোগে পাশে থাকার জন্য আয়ুষ্মানকে ধন্যবাদ জানান, পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রথম রূপান্তরকামী ধনঞ্জয় চৌহ্বান। নারকোল ফাটিয়ে এই ফুড ট্রাকের উদ্বোধন করেন আয়ুষ্মান। উপহার হিসেবে তিনি পেলেন একটি সুন্দর গাছের চারা। সোশ্যাল মিডিয়ায় সমস্ত ছবি ও ভিডিও শেয়ার করে নিয়ে আয়ুষ্মান লিখেছেন, 'আমরা যখন একে অপরকে স্বীকার করব, তখনই তো ভারতকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারব। ধনঞ্জয় চৌহ্বান ও এই গোটা কমিউনিটির সবাইকে অনেক শুভেচ্ছা। ওঁনাদের এগিয়ে যাওয়ার পথ সুগম হোক।'
View this post on Instagram
প্রথা ভেঙে এই কাজ করলেন পুলকিত, কৃতি লিখছেন, 'কখনও ভাবিনি এটা হবে'
'পহেলি রসোই'। বিয়ের পরে নববধূ প্রথম শ্বশুরবাড়ি গিয়ে একটি মিষ্টি খাবার তৈরি করেন। প্রথমবার রান্নাঘরে ঢুকে, নববধূর রান্না করার প্রথাকেই বলে 'পহলি রসোই'। মিষ্টিকে শুভ বলে গণ্য করা হয় বলেই সাধারণত কোনও একটি মিষ্টি পদই বানান নববধূ। তবে এই প্রথা যে কেবলমাত্র মহিলাদের জন্যই তৈরি হয়েছে এমন তো নয়! রীতি ভেঙে বিয়ের পরে প্রথম রান্নাঘরে গিয়ে মিষ্টি পদ রান্না করলেন সদ্য বিবাহিত পুলকিত সম্রাট (Pulkit Samrat)। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন কৃতি খরবান্দা (Kriti Kharbanda)। সোশ্যাল মিডিয়ায় আজ একটি লম্বা পোস্ট করেছেন কৃতি। একটি বড় লেখা, সঙ্গে কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, রান্নায় ব্যস্ত পুলকিত সম্রাট। তিনি হালুয়া বানাচ্ছেন। কৃতি লিখেছেন, 'আজ এমন একটা ঘটনা ঘটল, যাতে আমি আবার নতুন করে পুলকিতের প্রেমে পড়ে গেলাম। কখনও ভাবিনি এটাও সম্ভব, কিন্তু এটা ঘটল। আমার চোখের সামনেই। গতকাল, পুলকিতের 'পহেলি রসোই' হল। আমি হঠাৎ রান্নাঘরে গিয়ে দেখি, পুলকিত নিজের মনে হালুয়া তৈরি করছে। আমি প্রশ্ন করায় ও বলল, 'হালুয়া বানাচ্ছি। এটা তো আমার 'পহেলি রসোই'। আমি হাসতে হাসতে বললাম, 'এই রীতি তো মেয়েদের জন্য।' পুলকিত বলল, 'এটা খুব বোকা বোকা একটা কথা। আমরা তো একে অপরকে কথা দিয়েছি যে সমস্ত দায়িত্ব ভাগ করে নেব। ভাল-খারাপ সময়ে একসঙ্গে থাকব। তাহলে? তুমি দিল্লিতে আমার পরিবারের জন্য তো রান্না করেছিলে। আর এবার, ব্যাঙ্গালোরে আমি আমাদের পরিবারের জন্য রান্না করলাম। এটা আমার পহেলি রসোই'। ব্যাস!' বিষয়টা যে এত সাদামাটা.. কোনোদিন ভেবেই দেখিনি। দুঃখিত, ছবিগুলো খুব একটা ভাল নয়। কারণ ক্যামেরার পিছনে আমার চোখ ঝাপসা হয়ে এসেছিস। সত্যি বলছি, বিষয়টা যে এত সহজ আমি সত্যিই ভাবিনি। পুলকিত আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সেরা জিনিস, সেরা অনুভূতি। তুমি তো আমার প্রতীক্ষার ফল.. সবচেয়ে মিষ্টি।'
View this post on Instagram
আরও পড়ুন: Sourav Ganguly: 'ছোটবেলায় সানাকে কোলে নিতে ভয় পেতাম', মেয়েকে নিয়ে নস্ট্যালজিক সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।