অভিনেতার ৯ বছর আগের মন্তব্যে বিতর্ক, কর্নাটকে সংশয়ে ‘বাহুবলী ২’-এর মুক্তি
হায়দরাবাদ ও বেঙ্গালুরু: ৯ বছর আগে অভিনেতার করা এক মন্তব্যের জেরে ‘বাহুবলী ২’ ছবির মুক্তি ঘিরে দেখা দিয়েছে সংশয়।
খবরে প্রকাশ, ৯ বছর আগে কাবেরী জলবণ্টন নিয়ে কন্নড়-বিরোধী একটি মন্তব্য করেছিলেন তামিল অভিনেতা সত্যরাজ, যিনি ‘বাহুবলী ২’ ছবিতে অভিনয় করেছেন। ৯ বছর আগে করা হলেও, সম্প্রতি দিন ১৫ আগে, ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
এটা সর্বজনবিদিত যে কাবেরী নিয়ে তামিলনাড়ু ও কর্নাটকের মধ্যে তুমুল উত্তেজনা দীর্ঘদিন ধরেই বয়ে আসছে। এবার সত্যরাজের মন্তব্যকে হাতিয়ার করে কন্নড়বাসীরা হুমকি দিয়েছেন, অভিনেতা ক্ষমাপ্রার্থনা না করলে, রাজ্যে মুক্তি পাবে না ‘বাহুবলী ২’। পরিচালক রাজামৌলি সমস্যা সমাধানে এগিয়ে এসে অনুরোধ করেন, কোনও ব্যক্তিগত মতামতের জন্য যেন ছবির ক্ষতি না করা হয়।
যদিও, তাতেও মীমাংসা হয়নি। বিভিন্ন কন্নড় সংগঠন জানিয়ে দিয়েছে, তারা ছবি বা রাজামৌলির বিরুদ্ধে নয়। কিন্তু, সত্যরাজ নিঃশর্ত ক্ষমারপ্রার্থনা না করলে, ছবি মুক্তি হবে নাথ। ইতিমধ্যেই সত্যরাজের মন্তব্য নিয়ে আগামী ২৮ তারিখ বেঙ্গালুরু বনধ ডেকেছে বেশ কয়েকটি সংগঠন। কারণ, ওইদিনই মুক্তি পাচ্ছে ‘বাহুবলী ২’। পাশাপাশি, রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভের কর্মসূচিও রাখা হয়েছে।