এক্সপ্লোর
আসন্ন শিশু অর্ধেক তাঁর, অর্ধেক করিনার, বললেন সেফ
![আসন্ন শিশু অর্ধেক তাঁর, অর্ধেক করিনার, বললেন সেফ Baby Half Kareenas Half Mine Nice Feeling Says Saif Ali Khan আসন্ন শিশু অর্ধেক তাঁর, অর্ধেক করিনার, বললেন সেফ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2015/12/07112431/Saif-and-Kareena-new1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: যে কোনও সময় ভূমিষ্ঠ হতে পারে তাঁর ও করিনা কপূরের সন্তান। সেফ আলি খান জানাচ্ছেন, মুহূর্তটির জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তিনি। ৪৬ বছরের অভিনেতার মন্তব্য, তাঁর এই বয়স অসাধারণ। এখন তিনি জীবনে প্রতিষ্ঠিত, নিরুদ্বেগ। তাঁদের সন্তান এখন তাঁকে ও করিনাকে সম্পূর্ণ করবে। একটি শিশু যে অর্ধেক তাঁর, অর্ধেক করিনার। তাই এটি দুর্দান্ত অনুভূতি।
প্রথম পত্নী অমৃতা সিংহের সঙ্গে সেফের দুটি ছেলেমেয়ে থাকলেও ৩৬ বছরের করিনার এটিই প্রথম সন্তান। ৪ বছর সম্পর্কে থাকার পর ২০১২-য় তাঁরা বিয়ে করেন।
সেফের আনন্দের আরও কারণ রয়েছে। শিগগিরই মুক্তি পাবে তাঁর আগামী ছবি ‘রেঙ্গুন’-এর ট্রেলার। তিনি ছাড়া ছবিতে রয়েছেন কঙ্গনা রানাওয়াত ও শাহিদ কপূর। পরিচালনায় বিশাল ভরদ্বাজ, যাঁর সঙ্গে সেফ ‘ওমকারা’ করেছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি।
সেফকে শেষ দেখা যায় ২০১৫-য়, ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘ফ্যান্টম’-এ। উল্টোদিকে করিনা সলমন খানের ব্লকবাস্টার ছবি ‘বজরঙ্গী ভাইজান’-এ ছোট চরিত্রে কাজ করেন। তাঁকে শেষ দেখা গেছে ‘উড়তা পঞ্জাব’ ছবিতে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)