Baisakhi Banerjee: সোশ্যাল মিডিয়া ট্রোলিং থেকে সিনেমায় পদার্পণ, 'ফাটাফাটি' সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্যায়
Baisakhi Banerjee Exclusive: বৈশাখীর কথায়, 'মোটা, রোগা, বেঁটে, কালো, কত তকমা নিয়ে বসে আছে মানুষ। একটা লেবেলে আটকে দিলে মানুষ খুব নিরাপদ মনে করেন। আমরা এসবে পাত্তা দিই না। তাই ফাটাফাটি থাকি।'
অতসী মুখোপাধ্যায়, কলকাতা: মুক্তির অপেক্ষায় অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত, উইন্ডোজ প্রোডাকশন (Windows Production) প্রযোজিত ছবি 'ফাটাফাটি' (Fatafati)। এই ছবি সমাজের সেই সমস্ত নারীদের নিয়ে যাঁরা তাঁদের ভারী চেহারার জন্য প্রায়ই নানা কটাক্ষের শিকার হন। বা ধরুন এই সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলের শিকার হন। 'ফাটাফাটি' ছবি মুক্তির আগে সেই সমস্ত ট্রোলিং ইত্যাদি নিয়ে এবার এবিপি আনন্দর কাছে মুখ খুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। কী বললেন তিনি?
'ফাটাফাটি' সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্যায়
সোশ্যাল মিডিয়ার ট্রোলিংকে মোটেই পাত্তা দেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাই তো এই গরমেও থাকেন একেবারে 'ফাটাফাটি'। তাঁর কথায়, 'আমি বিশ্বাস করি যদি ভিতর থেকে কেউ খুশি থাকে তাহলে তাকে বাইরে থেকেও সুন্দর লাগে।'
বৈশাখীর কথায়, 'মোটা, রোগা, বেঁটে, কালো, কতরকমের তকমা নিয়ে বসে আছে মানুষ। একটা লেবেলে আটকে দিলে মানুষ খুব নিরাপদ মনে করেন। আর আমরা এসব লেবেলে পাত্তাই দিই না, মাথা ঘামাই না। তো সেই কারণে আমরা সবসময়ই ফাটাফাটি থাকি।'
শরীরের ওপর দিয়ে ঝক্কি যাবে সেই কারণে একাধিক ছবির অফার ছেড়েছেন ঋতাভরী, নিজেই জানালেন সেই কথা। এই প্রসঙ্গে বৈশাখী দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'ও এই সিদ্ধান্তটা নিয়েছে আপনাদের জন্য, নিজের জন্য নয়। ঋতাভরী জানে, ও আবার তন্বী হবে, ওকে আমরা আবার স্যুইমস্যুটে দেখতে পাব। এখনও ওকে স্যুইমস্যুটে দেখলে আমরা ফিদা হব। কিন্তু ওই যে একটা 'আনস্মার্ট' ফোন আছে আমাদের হাতে। আমরা ফের খাপ পঞ্চায়েত বসাব। ট্রোলিং করব।' তিনি আরও বলেন, 'এই যে আমাকে দেখে, 'তা তা থৈ থৈ' দেখে যাঁরা হৈ হৈ করে উঠলেন, অত কথা বললেন।' এরপরই মজার ঢঙে বৈশাখীর আবদার, 'এই যে ভাববার এত সময় দিচ্ছি আমরা, কোনও কৃতজ্ঞতা বোধ আছে কি নেই? থাকলে "ফাটাফাটি" দেখুন।'
সাজগোজ, সম্পর্ক একাধিক বিষয় নিয়ে ট্রোল হতে হয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। মানসিক অবস্থা কেমন ছিল তখন? বৈশাখীর কথায়, 'একটা সিনেমায় এই ধরনের সমস্যা দেখানো হচ্ছে, যেখানে ৩ ঘণ্টা বা আড়াই ঘণ্টা পর তা শেষ হয়ে যাবে। আর আমাদের ক্ষেত্রে আমাদের সেই ট্রোলিং নিয়ে বাঁচতে হয়। অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিল এমন অসভ্য পোস্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। এরপর আমার বাচ্চারা এটা দেখতে পাবে। কিন্তু আমি চেয়েছি সবকিছু থাকুক। আমি চাই আমার মেয়ে দেখুক, যে ওর মা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েও আত্মবিশ্বাস হারায়নি।' যুবতী থাকাকালীন অনেক পুরুষই যে তাঁর প্রতি দুর্বল হয়ে পড়তেন, হাসতে হাসতে জানালেন সেই কথাও। 'যাঁরা আমাকে 'এযুগের সুচিত্রা সেন' বলতেন, তাঁরাই এখন কটাক্ষ করলে কেন রাগ করব, আমি এতটুকু ভাবিতই নই। আমি বৈশাখী, আমি বৈশাখীই থাকব', অকপট বৈশাখী।
সিনেমায় আত্মপ্রকাশ করার কোনও চিন্তাভাবনা রয়েছে নাকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের? সঙ্গে সঙ্গে উত্তর, 'না না, আমি সিনেমায় ঋতাভরীকে দেখতে ভালবাসি। আমি সিনেমা দেখতে ভালবাসি। আমি ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছি, পিএইচডি করেছি। তবে সিনেমা করার অফার আমার কাছে অনেক এসেছে, এই 'ফাটাফাটি' অবস্থাতেও এসেছে। এর থেকেই বোঝা যায় কোথাও গিয়ে মানসিকতায় বদল ঘটছে। সাইজ জিরো কেন হতে যাব? আমার বরং মগজ শূন্য হয়ে গেলে খুব সমস্যা হবে। কিন্তু সাইজ কমানোর জন্য চোখের সামনে ভাল খাবার থেকে নিজেকে বঞ্চিত করে রাখব, এরকম কোনও মানসিকতা আমার নেই। সুস্থ থাকাটাই জরুরি।'
আরও পড়ুন: Telly Masala: ঘরছাড়া করা হল গৌরীকে, লখনউ গিয়ে নতুন প্রমাণ পেল পর্ণা, একঝলকে টেলি মশালা
উল্লেখ্য, ১২ মে মুক্তি পাচ্ছে 'ফাটাফাটি'। মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, স্বস্তিকা দত্তকে।