Ballavpurer Rupkotha: ১৭ তারিখ টিজারেই সামনে আসবে 'অনির্বাণের বল্লভপুরের রূপকথা'? অপেক্ষায় দর্শকেরা
Ballavpurer Rupkotha Update: এর আগে 'মন্দার' ওয়েবসিরিজের হাত ধরে পরিচালনায় পা রেখেছিলেন অভিনেতা। আর এবার বড়পর্দায় অভিষেকের জন্য কোমর বাঁধছেন তিনি
কলকাতা: অন্ধকার রাতে পুরনো এক বাড়ি, আর তার মাথায় ফুটে আছে একটা গোলাপ ফুল। মুক্তি পেল 'বল্লভপুরের রূপকথা' (Ballabhpurer Roopkatha) -র প্রথম পোস্টারের লুক। অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) পরিচালিত নতুন ছবির পোস্টার প্রকাশ্যে এল।
সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF)-এর তরফ থেকে লেখা হয়েছে, 'রাত একটু বাড়লে পরে, ভূতে এসে নেত্য করে!' বাদল সরকারের বিখ্যাত নাটক 'বল্লভপুরের রূপকথা'-র অনুকরণে তৈরি হয়েছে এই ছবি। ১৭ সেপ্টেম্বর প্রকাশ্যে আসবে ছবির টিজার। সম্ভবত তখনই জানা যাবে এই ছবিতে কে কে অভিনয় করছেন ।
আরও পড়ুন: Dev on Relationship: 'শেষ ৮ বছর আগে 'ভালোবাসি' বলেছিলাম, খুশি আছি', সম্পর্ক নিয়ে অকপট দেব
এর আগে 'মন্দার' ওয়েবসিরিজের হাত ধরে পরিচালনায় পা রেখেছিলেন অভিনেতা । আর এবার বড়পর্দায় অভিষেকের জন্য কোমর বাঁধছেন তিনি । প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 'বল্লভপুরের রূপকথা' হরর কমেডি। অর্থাৎ, মজার মোড়তে ভৌতিক গল্প শোনানোর প্রস্তুতি নিয়েছেন তিনি। ছবির মুখ্য চরিত্রে কে থাকছেন? পরিচালনার পাশাপাশি অভিনয়ে দেখা মিলবে অনির্বাণের? উত্তর অজানা। তবে জানা গিয়েছে, 'বল্লভপুরের রূপকথা'য় উঠে আসবে বল্লভপুর রাজবাড়ির শেষ বংশধরের অবাক করা এক গল্প। জরাজীর্ণ রাজবাড়ির বাসিন্দা মাত্র ২ জন। তাদের আর্থিক পরিস্থিতি রাজবাড়ির মতোই জরাজীর্ণ। গলা পর্যন্ত ঋণে ডুবে দুজন। ঋণ মেটানোর মত সম্পত্তিও অবশিষ্ট নেই। তাহলে কী করে চলে এই দুই বাসিন্দার জীবন? গল্পের মোচড় নাকি সেখানেই লুকিয়ে।
View this post on Instagram