Rafiath Rashid Mithila: বাড়ি ফেরার পথে ৩ বার গাড়ি থামাল অচেনা যুবকের দল, 'উদ্বেগজনক ঘটনা' লিখলেন অভিনেত্রী মিথিলা
Bangladesh News: উত্তপ্ত বাংলাদেশ। কেমন আছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা? নিজের ফেসবুক প্রোফাইলে একের পর এক পোস্টে কী জানালেন তিনি?
ঢাকা: উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh Violence)। সংঘর্ষে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৩০০ পার করেছে। সোমবার ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশের সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, সংবাদমাধ্যমের অফিসেও হামলার ছবি এসেছে প্রকাশ্যে। ভাঙা হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি। আর এমন অবস্থায় কেমন আছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)? নিজের ফেসবুক প্রোফাইলে একের পর এক পোস্টে কখনও পরিস্থিতির বর্ণনা দিচ্ছেন তো কখনও সকলকে শান্ত হওয়ার বার্তা।
বারবার মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ট্রাঙ্ক খোলার নির্দেশ, কী জানাচ্ছেন মিথিলা?
এদিন ফেসবুকে নিজের প্রোফাইলে একের পর এক পোস্ট করেছেন মিথিলা। তারই একটি পোস্টে লেখেন, 'বাড়ি ফেরার পথে কিছু অপরিচিত যুবক দু'বার আমার গাড়ি থামায় এবং ট্রাঙ্ক খুলে দেখাতে বলে। যখন একই জিনিস তৃতীয়বার হল, আমি জিজ্ঞেস করি ওঁদের যে তাঁরা কেন এমন করছেন। খুবই ক্ষুব্ধ স্বরে তাঁরা আমাকে জানান যে গাড়িতে কোনও আওয়ামি লিগের মানুষ রয়েছেন কিনা তাই পরীক্ষা করে দেখছেন। এই ঘটনা বেশ উদ্বেগজনক। আমরা দেশে সম্পূর্ণ নৈরাজ্য চাই না। আমরা লুঠপাট, ভাঙচুরকে সমর্থন করি না। ছাত্ররা এই সবের জন্য আন্দোলন করেননি। আমরা শান্তি ও নিরাপত্তা চাই।'
এর পোস্টের আগেই আরও একটি পোস্ট করেন তিনি। লেখেন, 'স্বাধীনতা মানে দায়িত্বশীলতা। নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। ন্যায়বিচার ও সাম্যের দেশ গড়া। আমাদের সন্তানদের, ছাত্রদের ত্যাগের কথা যেন ভুলে না যাই।' এরপরেও একগুচ্ছ পোস্ট করতে দেখা যায়। কখনও তিনি 'এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের৷ এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার৷ কারণ এসব আমাদের৷ এসব আমাদের প্রাণের বাংলাদেশের৷' লেখা পোস্ট শেয়ার করেছেন। কখনও অনুরোধ করেছেন, 'সকল ধর্মীয় উপাসনালয়, রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে। এতদিনের আন্দোলন আর রক্তের বিনিময়ে আমরা ধ্বংসযজ্ঞ, সহিংসতা চাই না।' এখনও পর্যন্ত করা তাঁর শেষ পোস্টে লেখা, 'ভুলে যাবেন না ছাত্রদের এই আন্দোলনের নামটা হল 'বৈষম্য বিরোধী' ছাত্র আন্দোলন। সকল বৈষম্য দূর করে গণতান্ত্রিক ও সাম্যের রাষ্ট্রব্যবস্থা তৈরির আন্দোলন। আজকে বিজয়ের নামে ধ্বংসযজ্ঞ দেখে মনে হচ্ছে এই আন্দোলনের শেষ হতে অনেক দেরি। যারা নাগরিকদের সম্পদ ও শিল্প ধ্বংস করছে, যারা মানুষের (সে যে কোনও ধর্ম, বর্ণ, পেশার মানুষই হোক না কেন) উপর সহিংসতা করছে, তাদের বিচারের আওতায় আনা হোক, তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকুক।'
এর আগে ছাত্র আন্দোলনের সমর্থনে রাফিয়াত রাশিদ মিথিলাকে মুখ খুলতে দেখা গিয়েছিল। আসন সংরক্ষণ ইস্যুতে যখন জ্বলছে বাংলাদেশ। সেই পরিস্থিতির ছবিই কাঁচা হাতের আঁকায় ফুটিয়ে তুলেছিল তাঁর কন্যা আইরা। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মিথিলা। সৃজিত মুখোপাধ্যায়ও সেই ছবি পোস্ট করে বলেন, মিথিলা, তাহসান আর আইরার জন্য তাঁর গর্বের কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।