Shieladitya Moulik Film: জুটি বাঁধছেন যশ-এনা, শুভ মহরৎ হয়ে গেল 'চিনে বাদাম' ছবির
Shieladitya Moulik Film: শিলাদিত্য মৌলিকের পরবর্তী ছবি ‘চিনে বাদাম’-এর শুভ মহরৎ সম্পন্ন হল আজ। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন যশ দাশগুপ্ত এবং এনা সাহা। সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবিটির শ্যুটিং।
কলকাতা: পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন বিখ্যাত টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী এনা সাহা। পরিচালক শিলাদিত্য মৌলিকের পরবর্তী ছবি ‘চিনে বাদাম’। আজ বুধবার শুভ মহরৎ সম্পন্ন হল ছবিটির।
প্রথমবার একই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে যশ দাশগুপ্ত এবং এনা সাহাকে। সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবিটির শ্যুটিং। এই ছবিটিরও প্রযোজক খোদ অভিনেত্রীই। তাঁর প্রযোজনায় প্রথম ছবি 'এসওএস কলকাতা'-তেও নায়কের ভূমিকায় দেখা গেছিল যশ দাশগুপ্তকে। এবার দ্বিতীয় ছবির প্রযোজনা করতে 'অল সেট' এনা সাহা।
এই ছবি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক যাঁর পরিচালিত 'সোয়েটার' ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। তাছাড়াও তাঁর পরিচালিত 'হৃদপিণ্ড' ছবিও বেশ প্রশংসা পেয়েছিল। এই 'চিনে বাদাম' ছবিতে দেখা যাবে একটি মিষ্টি প্রেমের গল্প। সূত্রের খবর একটি অ্যাপ তৈরিকে ঘিরে আবর্তিত হবে ছবির মূল গল্প।
এই ছবিতে নায়কের চরিত্রে দেখা যাবে যশ দাশগুপ্তকে। সম্প্রতি মুক্তি পেয়েছে পর্দার জনপ্রিয় জুটি যশ ও মধুমিতার মিউজিক ভিডিও 'ও মন রে'। ছোটপর্দায় যেভাবে প্রশংসিত হয়েছিল যশ ও মধুমিতা জুটি, ৫ বছর পর সেই জুটি ফের পর্দায় দেখে দর্শকেরাও উচ্ছ্বসিত হয়েছেন খুবই। সম্প্রতি অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের সঙ্গে নাম জড়িয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন যশ। শুধু টলিউডেই নয়, তাঁদের সম্পর্কের চর্চা হয়েছে গোটা দেশে। তবে সেই সব বিতর্কের প্রভাব যে নিজের কাজে পড়তে দিচ্ছেন না যশ তা তাঁর পাইপলাইনে থাকা প্রজেক্টেই স্পষ্ট।
আজ 'চিনে বাদাম' ছবির শুভ মহরতের একাধিক ছবি দফায় দফায় নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করতে দেখা যায় অভিনেত্রী প্রযোজক এনা সাহাকে। তিন জন এক সঙ্গে কাজ করতে পেরে যে খুবই উচ্ছ্বসিত এবং উৎসুক তা ছবি দেখেই বেশ স্পষ্ট। একটি পোস্টে সকলের থেকে নিজের নতুন কাজ শুরুর আগে আশীর্বাদও চেয়ে নিয়েছেন অভিনেত্রী।