Usha Uthup Exclusive: প্রিয় লুচি, ছোলার ডাল আর কাঁকরোল ভাজা, নববর্ষে কেকেআরের জন্য গলা ফাটাবেন ঊষা উত্থুপ
Noboborsho Exclusive: দক্ষিণী পরিবারে নববর্ষ পালনের রীতি ছিল না, ছিল 'বিসু'। ঊষা উত্থুপ বলছেন, 'নববর্ষ তো গোটা দেশই পালন করে। কেউ বৈশাখী, কেউ বিসু কেউ নববর্ষ'
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: কপালের টিপে লেখা 'ক', অর্থাৎ কলকাতা (Kolkata)। তিনি নিজে বাঙালি নন, কিন্তু হৃদয়ে রাখেন বাংলাকে। এই ভাষাকে তিনি ভালবেসেছেন, আপন করে নিয়েছেন বাংলার সমস্ত রীতিনীতি, সংস্কৃতি সবকিছুকে। কিন্তু ছোটবেলায় নববর্ষ নয়, তিনি পালন করতেন 'বিসু'। মুম্বইতে জন্ম, বেড়ে ওঠা আর তারপরে আত্মস্থ হয়ে ওঠা বাংলার সঙ্গে। বাংলার নতুন বছরের শুরুতে এবিপি লাইভ (ABP Live) শুনল এমন এক মানুষের গল্প, যাঁর কাছে নববর্ষ প্রাণের উৎসব। তিনি ঊষা উত্থুপ (Usha Uthup)।
দক্ষিণী পরিবারে নববর্ষ পালনের রীতি ছিল না, ছিল 'বিসু'। ঊষা উত্থুপ বলছেন, 'নববর্ষ তো গোটা দেশই পালন করে। কেউ বৈশাখী, কেউ বিসু কেউ নববর্ষ। খুব ছোটবেলায় মনে পড়ে, আমাদের নববর্ষটা শুরু হত ভীষণ অন্যরকমভাবে। সকালবেলা মা আমাদের হাত দিয়ে চোখ ঢেকে নিয়ে যেতেন ঠাকুরঘরে। সেখানে থাকত ভাল ভাল জিনিস দিয়ে সাজানো অনেকগুলো থালা আর সামনে একটা বড় আয়না। নববর্ষের দিনটা শুরু হবে নিজের মুখ দেখে আর সঙ্গে থাকবে সব ভাল জিনিস, যেমন গয়না, ফল, ভাল খাবার। ভাবনা ছিল এটাই যে সারা বছর ভাল জিনিস ব্যবহার করব। আর থাকত একটা করে রুপোর কয়েন, সেটা আমাদের দেওয়া হত।'
এখন সঙ্গীতশিল্পীর অনেকটাই সময় কাটে এই বাংলায়, কলকাতায়। কখনও হালখাতা করতে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে তাঁর? ঊষা উত্থুপ বলছেন, 'আমি যখনই কোনও দোকানে যাই, আমার জন্য মিষ্টি চলে আসে। আর নববর্ষের সময় তো অবশ্যই। সঙ্গে চা-বিস্কিট। কলকাতাই আমায় শিখিয়েছে চা দিয়ে বিস্কিট খেতে হয়, নাহলে অম্বল হয়ে যাবে।' নববর্ষের মেনুতে কী কী থাকবে ঊষা উত্থুপের পাতে? শিল্পী বলছেন, 'আমি খুব একটা খাদ্যরসিক নই আর সম্পূর্ণ নিরামিষাশী। তবে হ্যাঁ, লুচি, আলুরদম, ছোলার ডান আমার ভীষণ প্রিয়। আরও একটা জিনিস প্রথম খেয়েছিলাম আমারই এক বন্ধুর বাড়িতে। কাঁকরোল ভাজা। আগে কখনও খাইনি, সেই প্রথম আর দারুণ লেগেছিল। আর হ্যাঁ, কলকাতায় আমার সবচেয়ে প্রিয় খাবার মশলা মুড়ি।'
এখন নববর্ষ কীভাবে পালন করেন তিনি? ঊষা উত্থুপ বলছেন, 'আমার কাছে এখন নববর্ষ হল, নতুনভাবে জীবনকে দেখা। একটা ঘটনা ভীষণ মনে পড়ে.. তখন কোভিডের সময়, আমি বাড়িতে আলমারি গোছাচ্ছিলাম। সমস্ত শাড়ি খাটে নামিয়ে রাখতে রাখতে, হঠাৎ ভীষণ লজ্জা পেলাম। মনে হত.. এত চাই? হ্যাঁ আমি শো করি, তার জন্য আমার কিছু ভাল শাড়ি লাগে। আমি বলতেই পারি যে ভাল শাড়িই আমার ইউনিফর্ম, কিন্তু ওটা অজুহাত। আদৌ তা নয়। মানুষ আমার গান শুনতে আসেন, শাড়ি দেখতে নয়। সেইদিন আলমারি থেকে ৩০টা শাড়ি বেছে নিয়েছিলাম। ঠিক করেছিলাম, শুধু ওগুলোই ব্যবহার করব। নববর্ষে আমরা যদি নিজেদের প্রাচুর্য্যের থেকে কিছুটা অংশ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারি, তাহলে সেটাই হবে সত্যিই নতুন কিছু।'
এই বছর নববর্ষের দিনই ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লখনউ সুপার জায়েন্টসের ম্যাচ। আর ঊষা উত্থুপ যে কেকেআরের ভক্ত, তা কারোরই অজানা নয়। এই বছর কি নতুন বছর মাঠেই কাটবে তাঁর? ঊষা উত্থুপ বলছেন, 'আমি নিজে হেরে যেতে পারি, কিন্তু টিমের হার দেখব না কখনোই। নববর্ষের দিন অবশ্যই নজর থাকবে ম্যাচে.. আমরা অবশ্যই জিতব।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।