Bengali Serial: শেষ হচ্ছে 'কার কাছে কই মনের কথা', জায়গা নেবে নতুন নায়িকার বিপরীতে গৌরবের ধারাবাহিক?
Bengali Serial Update: শেষ হচ্ছে মানালি দের ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। এই ধারাবাহিকেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রীতা দত্ত। তবে নতুন ধারাবাহিকে ইতিবাচক চরিত্রে দেখা যাবে রীতাকে
কলকাতা: নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary)। জামাইষষ্ঠীর দিন, জি-বাংলায় প্রকাশ পেল নতুন ধারাবাহিক 'পুবের ময়না'-র ট্রেলার। নতুন এই ধারাবাহিকে, গৌরবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ঐশানী দে (Oishani De)-কে। এই প্রথম ধারাবাহিকে অভিনয় করছেন ঐশানী। এর আগে তিনি 'চিনি ২' বা 'দুর্গ-রহস্য'-এর মতো কাজে অভিনয় করে নজর কেড়েছিলেন। তবে গৌরবের বিপরীতেই প্রথম ছোটপর্দায় পা রাখছেন তিনি।
আজ যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, একটি বিয়েবাড়ির আবহ। কিন্তু সেখানে আনন্দ নেই। বিয়ের জন্য বাড়ি থেকে বেরিয়েও, বিয়ে না করে ফিরে আসে বর। এই চরিত্রেই দেখা যাবে গৌরবকে। তাঁর বিপরীতে দেখা যাবে ঐশানীকে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ময়না। বিয়েতে কিছু সমস্যা হওয়ায়, বাড়ি ফিরে আসে গৌরবের চরিত্র। আর ময়না, বাড়ির আশ্রিতা। লগ্নভ্রষ্ট হওয়া থেকে ছেলেকে বাঁচানোর জন্য, বাড়ির আশ্রিতা মেয়ে, বাংলাদেশের ময়নার সঙ্গে ছেলের বিয়ে দেওয়া স্থির করেন গৌরবের চরিত্রের মা। এই চরিত্রে দেখা যাবে রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)-কে। এরপরে, ময়নার সঙ্গেই বিয়ে হয়ে যায় গৌরবের চরিত্রের। কিন্তু ফুলসজ্জার ঘরে প্রকাশ্যে আসে এক বিয়ের তথ্য। এই প্রথম নয়, বাংলাদেশেও নাকি একবার বিয়ের পিঁড়িতে বসেছিল ময়না, তবে প্রাণ বাঁচাতে! এই সত্যি জানতে পেরে কী করবে গৌরবের চরিত্র? সেই গল্পই দেখা যাবে নতুন ধারাবাহিক 'পুবের ময়না'-তে।
প্রসঙ্গত, এই ধারাবাহিক শুরুর ঘোষণার সঙ্গে সঙ্গে শেষের ঘোষণা হয়ে গেল চলতি এক ধারাবাহিকের। শেষ হচ্ছে মানালি দে (Manali Dey)-র ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। এই ধারাবাহিকেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রীতা দত্ত। তবে নতুন ধারাবাহিকে ইতিবাচক চরিত্রে দেখা যাবে রীতাকে। এখনও প্রকাশ্যে আনা হয়নি 'পুবের হাওয়া' ধারাবাহিকের সম্প্রচারের সময়। মনে করা হচ্ছে, 'কার কাছে কই মনের কথা'-র টাইম স্লটই দেওয়া হবে নতুন এই ধারাবাহিককে।
View this post on Instagram
আরও পড়ুন: Anamika-Jamai Sasthi: মিলছে না কাজ, মাসের পর মাস উপার্জনহীন, প্রথম জামাইষষ্ঠী কেমন কাটল অনামিকার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।