এক্সপ্লোর
Advertisement
পরিবারের বাইরে আমাকে বোঝে শুধু কর্ণ: শাহরুখ
মুম্বই: তাঁর পরিবার ছাড়া পৃথিবীতে মাত্র একজন রয়েছেন, যিনি তাঁকে পুরোপুরি বোঝেন। তিনি আর কেউ নন, তাঁর ঘনিষ্ঠতম বন্ধু কর্ণ জোহর। এক সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেই জানিয়েছেন এ কথা।
কর্ণের আত্মজীবনী ‘অ্যান আনস্যুটেবল বয়’-এর উদ্বোধনে এসে দীর্ঘদিনের এই বন্ধুকে প্রশংসায় ভরিয়ে দেন শাহরুখ। বলেন, আত্মজীবনীর নাম দেওয়া যেতে পারত, ‘দ্য গুড বয়’ বা ‘দ্য ইনটেলিজেন্ট বয়’। ‘দ্য বিউটিফুল বয়’-ও মন্দ হত না।
এসআরকে-র মতে, কর্ণ ভীষণ সংবেদনশীল, তাঁর বইতেই সে পরিচয় পাওয়া যাবে। শাহরুখের কথায়, তাঁর নিজের অতিরিক্ত স্পর্শকাতরতার সমস্যা রয়েছে, তিনি যথেষ্ট জটিল, আঘাতও পেয়েছেন বহু। কিন্তু পরিবারের বাইরে মাত্র একজনই তাঁকে ঠিকমত বোঝেন। তিনি কর্ণ জোহর। নিজের সংবেদনশীলতা দিয়ে বন্ধুর সমস্যা ঠিক বুঝে নেন তিনি।
কর্ণের সমকামিতার প্রসঙ্গ সরাসরি না তুলে শাহরুখ বলেন, কর্ণ পুরোপুরি আলাদা। বিশেষ করে এই দেশে, এই বিশ্বে এ ধরনের আলাদা হয়ে থাকা কঠিন। তারপরেও তিনি জীবনে যা যা অর্জন করেছেন, তা পাওয়া শ্রেষ্ঠতম সাফল্য ছাড়া কিছু নয়। কারণ পৃথক হয়েও সবার মাঝে গৃহীত হওয়া অত্যন্ত, অত্যন্ত কঠিন কাজ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement