এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
সারা আলি খানের থেকে সুশান্তের জন্য মাদক আনতেন রিয়া!
সুশান্ত মৃত্যুতদন্তে এনসিবির হস্তক্ষেপের পরেই একের পর এক উঠে আসছে বিস্ফোরক তথ্য। ড্রাগযোগের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক। তবে এবার সামনে এল নতুন তথ্য। মাদক কারবারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সইফ কন্যা সারা আলি খান, দাবি রিয়ার। এমনকি বেশিরভাগ মাদকই নাকি আসত সারার নামে। সেখান থেকেই মাদক সংগ্রহ করতেন সুশান্ত ও রিয়া।
মুম্বই: সুশান্ত মৃত্যুতদন্তে এনসিবির হস্তক্ষেপের পরেই একের পর এক উঠে আসছে বিস্ফোরক তথ্য। ড্রাগযোগের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক। তবে এবার সামনে এল নতুন তথ্য। মাদক কারবারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সইফ কন্যা সারা আলি খান, দাবি রিয়ার। এমনকি বেশিরভাগ মাদকই নাকি আসত সারার নামে। সেখান থেকেই মাদক সংগ্রহ করতেন সুশান্ত ও রিয়া।
সূত্রের খবর, এনসিবির জেরায় রিয়া জানিয়েছেন, ২০১৬ সালে কেদারনাথ ছবির শ্যুটিং- এর সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। অভিনেত্রীর দাবি, তিনি, সুশান্ত এবং সারা একসঙ্গে আড্ডা দেওয়ার সময় মাদক নিতেন।
গত কয়েকদিন ধরেই এমন বহু নাম শোনা যাচ্ছে মাদক-তদন্তে। যার মধ্যে রয়েছেন অনেক অভিনেতা, প্রযোজক, পরিচালকের নাম ৷ জিজ্ঞাসাবাদ করা হতে পারে সবাইকেই ৷ অনুমান, সকলেই মাদক কারবারের সঙ্গে কোনও কোনও ভাবে যুক্ত ৷ কেউ সেবন করেন তো কেউ পাচার করেন। উঠে এসেছে অভিনেত্রী রাকুলপ্রীত সিংয়ের নামও।
মাদক তালিকায় উঠে আসা তারকাদের এনসিবি এ, বি এবং সি ক্যাটেগরিতে ভাগ করে তদন্ত চালাবে বলে জানা যাচ্ছে। অভিনেতা ছাড়াও অনেক প্রযোজক, পরিচালক, কাস্টিং ডিরেক্টরদের নাম উল্লেখ করেছেন রিয়া। সারা আলি খানের নাম জড়ানো নিয়ে এখনও মুখ খোলেনি পটৌডি পরিবারও।
এখনও অবধি মাদক নেওয়া বা চালানের অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে এনসিবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement