Shehnaaz Gill Video: শেহনাজের উদ্দেশে কটাক্ষ নয়, অনুরাগীদের ক্ষোভের মুখে বিবৃতি অসীম রিয়াজের
Shehnaaz Gill Video: কারও নাম না নিয়ে এদিন নিজের ট্যুইটার হ্যান্ডলে অসীম লেখেন, 'এইমাত্র কিছু নাচের ভিডিও দেখলাম... সত্যিই মানুষ কত তাড়াতাড়ি প্রিয়জনেদের কথা ভুলে যায়। কেয়া বাত কেয়া বাত...'।
![Shehnaaz Gill Video: শেহনাজের উদ্দেশে কটাক্ষ নয়, অনুরাগীদের ক্ষোভের মুখে বিবৃতি অসীম রিয়াজের 'Bigg Boss 13' fame Asim Riaz clarifies his cryptic tweet was not for Shehnaaz Gill Shehnaaz Gill Video: শেহনাজের উদ্দেশে কটাক্ষ নয়, অনুরাগীদের ক্ষোভের মুখে বিবৃতি অসীম রিয়াজের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/f2d41ecf88eeacf2cf7b525708e81ad0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সম্প্রতি বিতর্কে জড়ায় 'বিগ বস ১৩' খ্যাত অসীম রিয়াজ ('Bigg Boss 13' co-housemate Asim Riaz)। তাঁর সাম্প্রতিক ট্যুইটকে কেন্দ্র করে শেহনাজ গিলের (Shehnaaz Gill) অনুরাগীদের কাছে তাঁকে ট্রোলড হতে হয়েছে। এরপর মঙ্গলবার অসীম রিয়াজ একটি বিবৃতিতে স্পষ্ট করে জানিয়ে দেন যে তাঁর পোস্ট শেহনাজ গিলের উদ্দেশে ছিল না।
কিছুদিন আগে ভাইরাল হয় অভিনেত্রী শেহনাজ গিলের (Shehnaaz Gill) নাচের একটি ভিডিও। তাঁর ম্যানেজারের বিয়েতে মাতেন শেহনাজ। আনন্দে সকলের সঙ্গে নাচও করেন। এরপরই তাঁর 'বিগ বস ১৩' সহ প্রতিযোগী অসীম রিয়াজ ('Bigg Boss 13' co-housemate Asim Riaz) সোশ্যাল মিডিয়ায় একটি আজব পোস্ট করেন। লেখেন, 'মানুষ কত তাড়াতাড়ি প্রিয়জনেদের ভুলে যায়'।
কারও নাম না নিয়ে এদিন নিজের ট্যুইটার হ্যান্ডলে অসীম লেখেন, 'এইমাত্র কিছু নাচের ভিডিও দেখলাম... সত্যিই মানুষ কত তাড়াতাড়ি প্রিয়জনেদের কথা ভুলে যায়। কেয়া বাত কেয়া বাত...'। তবে নাম না করলেও অনুরাগীদের মন্তব্য তিনি পুরোটাই শেহনাজ গিলের উদ্দেশে লিখেছেন। অসীমের পোস্ট মোটেই ভালভাবে নেননি অনুরাগীরা। উল্টে তাঁকে ট্রোল করা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Rajesh Khanna Biopic: তৈরি হবে রাজেশ খান্নার বায়োপিক, জানালেন প্রযোজক নিখিল দ্বিবেদী
অনুরাগীদের ক্ষোভের মুখে পড়ে অসীম রিয়াজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে ওই পোস্ট শেহনাজকে লক্ষ্য করে ছিল না। তিনি লেখেন, 'বন্ধুরা তোমাদের মত পেয়ে আমার মনে হচ্ছে নিজের স্পষ্ট করে দেওয়া উচিত এবার... জম্মুর এক বন্ধুকে গত মাসে আমি হারিয়েছি এবং সেই একই দলের আরও কিছু বন্ধু এখন গোয়ায় পার্টি করছে... আসলে আমি তাদের উদ্দেশ্য করে বলেছি, তোমরা যার কথা ভাবছ সে নয়। একটা কথা মনে রেখো যদি আমার কিছু বলার থাকে তাহলে মুখের ওপর সরাসরি সেটা বলার সাহস আমার আছে... আমারও কাছের মানুষ, বাড়ির লোকজন আছে, তাই কাউকে টার্গেট করা বন্ধ করো, সহানুভূতি নেওয়া বন্ধ কর।'
তবে প্রশ্ন এখনও থাকছেই। অদ্ভুতভাবে অসীমের ট্যুইটটা পোস্ট হয় শেহনাজের নাচের ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্য়েই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)