Bigg Boss 15: সময় দিতে পারছেন না, 'বিগ বস ১৫'-এর প্রতিযোগীদের তালিকায় নেই অভিনেতা অর্জুন বিজলানি
Bigg Boss 15: অর্জুন বিজলানি আপাতত 'রুহানিয়ৎ' নামক এক ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ব্যস্ত। ফলে 'বিগ বস ১৫'-এর জন্য সময় বের করতে পারেননি অভিনেতা।
মুম্বই: ছোটপর্দায় ফিরতে চলেছে 'বিগ বস'-এর নতুন সিজন। সঞ্চালনায় সলমন খান। 'বিগ বস ১৫'-এর প্রথম প্রোমো মুক্তি পাওয়ার পর থেকেই প্রতিযোগীদের তালিকা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। জনপ্রিয় শোয়ের এবারের সিজনে কারা কারা থাকবেন সেই তালিকা জানতে উৎসাহী সকল দর্শক।
গুঞ্জন শোনা যাচ্ছে যে এবারের সিজনে পা রাখবেন বিখ্যাত টেলি তারকা অর্জুন বিজলানি। 'নাগিন' খ্যাত অভিনেতা বাকি সেলিব্রিটিদের সঙ্গে থাকবেন 'বিবি ১৫'-এর বাড়িতে, এমনটা শোনা যাচ্ছিল। অনুরাগীরাও উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন।
এক অনলাইন পোর্টালের রিপোর্ট অনুযায়ী, 'বিগ বস ১৫'-এর কর্তৃপক্ষের তরফে তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়। তবে শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত তিনি এই শোয়ে অংশ নিতে পারছেন না। অর্জুন বিজলানি আপাতত 'রুহানিয়ৎ' নামক এক ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ব্যস্ত। ফলে 'বিগ বস ১৫'-এর জন্য সময় বের করতে পারেননি অভিনেতা। সেই কারণেই এবারে বিগ বসের বাড়িতে তিনি থাকবেন না।
উল্লেখ্য, অভিনেতা অর্জুন বিজলানি আপাতত রোহিত শেট্টি সঞ্চালিত 'খতরো কে খিলাড়ি ১১'-এর অন্যতম প্রতিযোগী। স্টান্ট ভিত্তিক এই রিয়েলিটি শোয়ের ফাইনালেও পৌঁছে গেছেন তিনি।
View this post on Instagram
'বিগ বস ১৫' শোয়ের প্রতিযোগীর তালিকা (Bigg Boss 15 Contestants List):
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শোয়ের নির্মাতারা মীরা দেওস্থলে ও সাহিল উপ্পলের সঙ্গে কথা বলছেন। এঁরা দু'জনেই কালার্সের জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন।
এছাড়াও টিনা দত্ত, মানব গোহিলের সঙ্গেও কথা বলেছেন নির্মাতারা। জনপ্রিয় টেলি তারকা রুবিনা দিলায়েক 'বিগ বস ১৪'-এর বিজয়ী ছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসেই গত সিজনের ফাইনাল এপিসোড সম্প্রচারিত হয়।
ছোটপর্দায় আসার আগেই এই বছর 'বিগ বস' নির্মাতারা ওটিটি প্ল্যাটফর্মেও 'বিগ বস' নিয়ে আসেন। 'বিগ বস ওটিটি'-এর সঞ্চালনার দায়িত্ব সামলেছেন পরিচালক কর্ণ জোহর। প্রায় ৬ সপ্তাহ চলার পর ১৮ সেপ্টেম্বর, শনিবার ডিজিট্যাল 'বিগ বস'-এর ফাইনাল।