Bigg Boss OTT Finale : কোন প্রতিযোগীর হাতে উঠবে বিগ বসের ট্রফি? অনলাইন ভোটে কাকে এগিয়ে রাখলেন অনুরাগীরা?
অবশেষে 'বিগ বস'-র বাড়ি থেকে বেরিয়ে নিজের ঘরে ফেরার পালা। কিন্তু তার আগে কে হতে চলেছেন সেই ভাগ্যবান? যার হাতে উঠবে বিজয়ীর পুরস্কার?
![Bigg Boss OTT Finale : কোন প্রতিযোগীর হাতে উঠবে বিগ বসের ট্রফি? অনলাইন ভোটে কাকে এগিয়ে রাখলেন অনুরাগীরা? Bigg Boss OTT: Who Will Win The Trophy? Divya Agarwal Gets Maximum Votes In Online Fan Polls Bigg Boss OTT Finale : কোন প্রতিযোগীর হাতে উঠবে বিগ বসের ট্রফি? অনলাইন ভোটে কাকে এগিয়ে রাখলেন অনুরাগীরা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/18/ffe6b48a45dead9197ffdbfc4177098a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: অপেক্ষার বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই অনুষ্ঠিত হতে চলেছে 'বিগ বস ওটিটি'-র (Bigg Boss OTT) গ্র্যান্ড ফিনালে। 'বিগ বস ওটিটি'-র ট্রফি কার হাতে উঠবে? এটাই এখন প্রায় বলতে গেলে লাখ টাকার প্রশ্ন। ট্রফি জেতার দৌড়ে রয়েছেন পাঁচজন প্রতিযোগী। শমিতা শেট্টি, রাকেশ বাপাট, নিশান্ত ভট্ট, দিব্যা আগরওয়াল এবং প্রতীক সেহজপাল। কর্ণ জোহর সঞ্চালিত জনপ্রিয় এই রিয়েলিটি শো অবশেষে শেষ হতে চলেছে। নানা ঘাত প্রতিঘাত, ঝগড়াঝাঁটি, হাসি-কান্না ভরা জার্নি পেরিয়ে এসেছেন প্রতিযোগীরা। অবশেষে 'বিগ বস'-র বাড়ি থেকে বেরিয়ে নিজের ঘরে ফেরার পালা। কিন্তু তার আগে কে হতে চলেছেন সেই ভাগ্যবান? যার হাতে উঠবে বিজয়ীর পুরস্কার?
আরও পড়ুন - Shilpa Shetty Social Post: 'নতুন শেষ', শিল্পার ইনস্টাগ্রাম স্টোরিতে বিচ্ছেদের ইঙ্গিত?
আজই ভাগ্য নির্ধারণ হবে 'বিগ বস ওটিটি'-র ঘরে থাকা পাঁচ প্রতিযোগীর। যদিও গ্র্যান্ড ফিনালের (Bigg Boss OTT Grand Finale) এপিসোড দর্শকদের জন্য সম্প্রচারিত হবে আগামিকাল। ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেই এই খবর প্রকাশিত করা হয়েছে। 'বিগ বস ওটিটি'-র গ্র্যান্ড ফিনালে নিয়ে নেট নাগরিকদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। অনেক অনলাইন পোর্টালের পক্ষ থেকেও ইতিমধ্যেই নানারকম ভোটাভুটির ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। যেখানে অনুরাগীরা নিজেদের নিজেদের পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে পারছেন। যদিও এই ভোট দেওয়া ব্যবস্থা একেবারেই বিনোদনের জন্য। কিন্তু সেই ভোটের নিরিখেও এগিয়ে থাকলেন কোন প্রতিযোগী?
আরও পড়ুন - ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ ও তাঁর সহযোগীরা! অভিযোগ আয়কর দফতরের
বিভিন্ন অনলাইন পোর্টালের করা সেই পোল-এ দেখা গিয়েছে সবথেকে বেশি ভোট পেয়েছেন দিব্যা আগরওয়াল। তাহলে কি তিনিই জিততে চলেছেন 'বিগ বস ওটিটি'র ট্রফি? উত্তর পেতে হলে আমাদের আরও খানিকটা অপেক্ষা করতে হবে। দেখা যাক, জনপ্রিয়তার নিরিখে কে এগিয়ে থাকেন। কাকেই বা সবথেকে বেশি ভোট দিয়ে জিতিয়ে দেন অনুরাগীরা। বিজয়ী হিসেবে কোন প্রতিযোগীর নাম ঘোষণা করেন সঞ্চালক কর্ণ জোহর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)