Bigg Boss News: পহেলগাঁও হামলা কেড়েছে স্বামীকে, এবার 'বিগ বস'-এর প্রতিযোগী সেই হিমাংশী নারওয়াল?
Himanshi Narwal: এবার সেই হিমাংশীকে দেখা যেতে চলেছে অন্য ভূমিকায়। জোর জল্পনা, হিমাংশী নাকি 'বিগ বস ১৯'-এর একজন প্রতিযোগী।

কলকাতা: একটা ছবি নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। মৃত স্বামীর পাশে বসে রয়েছেন সদ্য বিবাহিতা স্ত্রী। হাতে তখনও ঝলমলে চূড়া। পহেলগাঁও হামলার মুখ হয়ে উঠেছিল এই ছবি, সাধারণ মানুষের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিয়েছিল এই ছবি। স্বামীর মৃতদেহের বসে থাকা সেই যুবতীর নাম হিমাংশী নারওয়াল (Himanshi Narwal)। পহেলগাঁও হামলায় প্রয়াত হয়েছেন হিমাংশির স্বামী। গত ২২ এপ্রিল দিনটাকে বোধহয় কোনোদিনও ভুলতে পারবে না ভারত। ছবির মতো সুন্দর বৈসরন ভ্যালিতে তখন পর্যটকেরা নিজেদের মতো করে উপভোগ করছেন। হঠাৎ মৃত্যুদূতের হানা। হঠাৎই বৈসরণ ভ্যালিতে হানা দেয় জঙ্গিরা। বেছে বেছে হত্যা করা হয় হিন্দু পুরুষদের। নারকীয় সেই ঘটনার সাক্ষী থাকেন মহিলারা আর শিশুরা। আর সেই ঘটনার পরেই সোশ্য়াল মিডিয়া ছেয়ে যায় এই ছবিতে।
হিমাংশী সদ্য বিবাহের পরে পহেলগাঁও-তে গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। সঙ্গে ছিলেন তাঁর স্বামী। ২২ এপ্রিল দিনটায় তাঁরাও ছিলেন বৈরসণ ভ্যালির পর্যটক। জানতেন না, সেটাই তাঁদের শেষ একসঙ্গে ঘোরা। স্বামী মারা যাওয়ার পরে, তাঁর মৃতদেহের পাশে স্থবির হয়ে বসেছিলেন হিমাংশী। সেই হৃদয় বিদারক ছবি ছেয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরে 'অপারেশন সিঁদুর' হয়েছে, পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। কিন্তু হিমাংশীর সেই করুণ ছবি ভুলে যেতে পারেননি ভারতবাসী।
আর এবার সেই হিমাংশীকে দেখা যেতে চলেছে অন্য ভূমিকায়। জোর জল্পনা, হিমাংশী নাকি 'বিগ বস ১৯'-এর একজন প্রতিযোগী। তিনি নাকি সলমন খানের এই শো-তে অংশগ্রহণ করতে চলেছেন। 'বিগ বস ওটিটি ২' (Bigg Boss OTT 2)-এর বিজেতা এলভিস প্রেসলির কলেজে পড়তেন হিমাংশী। শোনা যাচ্ছে, বিগ বস-এ যোগ দেওয়ার অফার এসেছে হিমাংশীর কাছে। নির্মাতারা চাইছেন, হিমাংশী 'বিগ বস'-এ আসুক। তবে এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর পড়েছি। হিমাংশীর কাছে 'বিগ বস'-এর অফার গিয়েছে এই কথাটা হয়তো সত্যি, তবে হিমাংশী এই শো-এর অংশ হবেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অনেক সোশ্যাল মিডিয়া প্রভাবী আবার দাবি করছেন, হিমাংশীর কাছে আদৌ এই শো-এর কোনও অফারই আসেনি। গোটা ঘটনাটাই মন গড়া।
এখনও 'বিগ বস ১৯'-এর প্রতিযোগীদের নাম প্রকাশ্যে আসেনি। সবার নাম প্রকাশ্যে আসলে তখনই জানা যাবে, হিমাংশি আদৌ -এই শো-তে অংশগ্রহণ করছেন কি করছেন না।






















