Bigg Boss OTT: কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী, প্রথম প্রেমিকের মৃত্যুর ঘটনা বর্ণনা শমিতা শেট্টির
Bigg Boss OTT: আবেগঘন মুহূর্তে বললেন মনের কথা। অপর প্রতিযোগী নেহা ভাসিনকে শমিতা শেট্টি জানালেন প্রথম প্রেমিকের মৃত্যুর কথা।
নয়াদিল্লি: সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শমিতা শেট্টি, বিগ বস ওটিটির মঞ্চে। তাঁর হাউসমেট নেহা ভাসিনের সঙ্গে আবেগপূর্ণ কথোপকথনে তিনি জানান, তাঁর প্রথম প্রেমিককে তিনি হারিয়েছেন। শমিতা শেট্টি জানান, একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর প্রেমিকের। যদিও কোনও নাম নেননি শমিতা। সম্প্রতি নিজেদের সোশাল পেজে একটি ভিডিও পোস্ট করে 'ভুট' (Voot)। সেখানে দেখা যায় শমিতা শেট্টি প্রচণ্ড কান্নাকাটি করছেন, এবং নিজের মনের কথা খুলে বলছেন বন্ধু নেহা ভাসিনকে। বিগ বসের বাড়িতে তাঁর সঙ্গে অপর প্রতিযোগী রাকেশ বাপাতের সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে বলতে গিয়ে এই কথা জানান শমিতা শেট্টি।
View this post on Instagram
যদিও, সূত্রের খবর, শমিতা শেট্টি ও রাকেশ বাপাতের সম্পর্ক এখন সেইভাবে ঠিক চলছে না। প্রেমে আঘাত পাওয়ার ব্যাপারে বলতে গিয়ে নেহা ভাসিনকে শমিতা শেট্টি জানান, 'ঠিক এই কারণে এতদিন ধরে আমি আমার জীবনে কাউকে আসতে দিইনি। কারণ এইসবের জন্য আমার নিজেকে সামলাতে অনেকটা সময় লাগে...নিজেকে সংযত করে অন্য কারও হাতে নিজেকে তুলে দেওয়ার থেকে আমি নিজের খেয়াল নিজেই রাখি। আমি নিজের মতোই ভাল আছি।'
বিগ বসের সাম্প্রতিক প্রোমোতে শমিতা ও রাকেশের একে অন্যকে দোষারোপের ঝলক দেখতে পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে শমিতা শেট্টি একটা টাস্ক করতে গিয়ে আঘাত পেয়েছেন, এবং সেখানেই তাঁদের বাগবিতণ্ডা শুরু হয়েছে।
View this post on Instagram