এক্সপ্লোর
Advertisement
সুশান্ত মৃত্যু মামলা: কর্ণ জোহর সহ সাত বলিউড সেলেবকে নোটিশ বিহারের আদালতের
সিনেমা অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় বিহারের মুজফফরপুরের এডিজে আদালত সোমবার চলচ্চিত্র পরিচালক কর্ণ জোহর, সঞ্জয়লীলা বনশালী, আদিত্যা চোপড়া ও একতা কপূর সহ সাত বলিউড সেলিব্রিটিকে নোটিশ পাঠাল।
মুজফফরপুর: সিনেমা অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় বিহারের মুজফফরপুরের এডিজে আদালত সোমবার চলচ্চিত্র পরিচালক কর্ণ জোহর, সঞ্জয়লীলা বনশালী, আদিত্য চোপড়া ও একতা কপূর সহ সাত বলিউড সেলিব্রিটিকে নোটিশ পাঠাল। এ কথা জানিয়েছেন অভিযোগকারী তথা অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ অক্টোবর।
ওঝা জানিয়েছেন, জোহর, বনশালী, চোপড়া, একতা ছাড়াও সাজিদ নাদিয়াওয়ালা, ভূষণ কুমার ও দীনেশ বিজয়নের নামও রয়েছে আদালতের জারি করা নোটিশে।
নোটিশ অনুসারে, উল্লিখিত ব্যক্তিদের আগামী ২১ অক্টোবর আদালতে সশরীরে বা তাঁদের অ্যাডভোকেটের মাধ্যমে সকাল সাড়ে দশটায় উপস্থিত থাকতে বলা হয়েছে। আদালতে উপস্থিত না হতে পারলে এক তরফা শুনানির মাধ্যমে পরবর্তী নির্দেশ দেওয়া হতে পারে।
সুশান্তের মৃত্যুর মামলায় ষড়যন্ত্রের অভিযোগে মুজফফরপুর আদালতে দায়ের পিটিশনের ভিত্তিকে এডিজে প্রথম পরিচালক বনশালী সহ সাত অভিযুক্তকে নোটিশ জারির নির্দেশ দেয়। এই মামলায় গত ৭ অক্টোবর সবার হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই দিন শুধু সলমনের আইনজীবীই আদালতে উপস্থিত ছিলেন। এ জন্য সলমন ছাড়া বাকি অভিযুক্তদের নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে অ্যডভোকেট সুধীর কুমার ওঝা বলেছেন, সমস্ত অভিযুক্তদের অ্যাডভোকেটের উপস্থিতির পর মামলার পর্ববর্তী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং এই মামলা নিয়ে ১৪ অগাস্ট অ্যাডভোকেট সলমন ও অন্যান্যদের বিরুদ্ধে জেলা ও সেশন আদালতে আর্জি দায়ের করেছিলেন। এর আগে জুলাইতে সিজেএম আদালতে পিটিশন দায়ের করা হয়েছিল। কিন্তু আদালতের ক্ষেত্রাধিকারের বাইরে অভিহিত করে তা খারিজ করে দেওয়া হয়। এই নির্দেশের বিরুদ্ধে সুধীর কুমার ওঝা মুখ্য জজের এজলাসে আর্জি দায়ের করেন। এবার এই মামলার শুনানি হবে ২১ অক্টোবর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement