এক্সপ্লোর
টাইটানিকে মরতেই হত জ্যাককে!

লস অ্যাঞ্জেলস: সুপার ডুপার হিট ছবি টাইটানিকে রোজ কি বাঁচাতে পারত জ্যাককে? যে কাঠের দরজার ওপর ভাসছিল রোজ, তাতে তো যথেষ্ট জায়গা ছিল, জ্যাক কেন তাতে উঠে পড়ল না? দীর্ঘদিন ধরে উত্তর না মেলা এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন ছবির ভিলেন বিলি জেন। তিনি বলেছেন, ছবির গল্পই এমন ছিল যে নায়ককে মরতেই হত। ১৯৯৭-এ মুক্তি পায় বিখ্যাত জাহাজ দুর্ঘটনা নিয়ে তৈরি ছবি টাইটানিক। বিলি ছিলেন ছবির নায়িকা কেট উইন্সলেট ওরফে রোজের উদ্ধত বয়ফ্রেন্ড ক্যালের ভূমিকায়। রোজ কেন জ্যাককে ওই কাঠের টুকরোয় জায়গা দিল না প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, নায়ককে মরতেই হত। জানি না এছাড়া আর কী হতে পারত। এটাই একমাত্র হওয়ার ছিল।
পরিচালক জেমস ক্যামেরনও বলেছেন, জ্যাক ওরফে লিওনার্দো ডিক্যাপ্রিওর মৃত্যু অবধারিত ছিল। চিত্রনাট্যের ১৪৭ পাতায় লেখা ছিল, জ্যাক মরবে। এতদিন পরেও এ নিয়ে আলোচনা চলাটা বোকামি তবে এ থেকে বোঝা যায়, জ্যাক দর্শকের কতটা মন কেড়ে নিয়েছিল।
পরিচালক জেমস ক্যামেরনও বলেছেন, জ্যাক ওরফে লিওনার্দো ডিক্যাপ্রিওর মৃত্যু অবধারিত ছিল। চিত্রনাট্যের ১৪৭ পাতায় লেখা ছিল, জ্যাক মরবে। এতদিন পরেও এ নিয়ে আলোচনা চলাটা বোকামি তবে এ থেকে বোঝা যায়, জ্যাক দর্শকের কতটা মন কেড়ে নিয়েছিল। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















