এক্সপ্লোর
Advertisement
করণ তলরেজাকে বিয়ে করছেন বোন বিজয়েতা, ‘নান্দীমুখ’ অনুষ্ঠানের ছবি পোস্ট বিপাশা বসুর
নয়াদিল্লি: বয়ফ্রেন্ড করণ তালরেজাকে বিয়ে করছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসুর বোন বিজয়েতা বসু।
বিয়ের আগের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়েছে। বিজয়েতার জন্য বসু পরিবার আয়োজন করেছিল ‘নান্দীমুখে’রও।
বাঙালি বিয়েতে ‘নান্দীমুখ’ একটা অবশ্য পালনীয় প্রথা। গায়ে হলুদের আগে বিয়ের দিন সকালে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
বিপাশা তাঁর বোনের বিয়ের ‘নান্দীমুখ’ অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করেছেন। ছবিতে বিজয়েতাকে গোলাপি বেনারসীতে দেখা গিয়েছে।
‘নান্দীমুখ’ অনুষ্ঠানের একটা ছবি করণ সিংহ গ্রোভারও শেয়ার করেছেন। নতুন জীবনের জন্য শ্যালিকাকে অভিনন্দন জানিয়েছেন ‘দিল মিল গয়ে’-র অভিনেতা।
গত সপ্তাহেই বোনের জন্য ‘আইবুড়ো ভাতে’র আয়োজন করেছিলেন বিপাশা। সেই অনুষ্ঠানের একাধিক ছবি ‘রেস’ সিনেমার অভিনেত্রী শেয়ার করেছিলেন। ছবি ও ভিডিও দেখতে ডানদিকে সোয়াইপ করুন-
বিপাশা করণ সিংহ গ্রোভারের ৩৭ তম জন্মদিন উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছেন। সবচেয়ে বড় ব্যাপার হল এটি বিশাপার জোড়া উদযাপন। কারণ, করণের জন্মদিনেই বিয়ে বোন বিজয়েতার।
বিপাশাকে করণ সিংহ গ্রোভারের সঙ্গে ‘আদত’ সিনেমায় দেখা যাবে। বেশ কিছুদিন বিপাশাকে রূপোলি পর্দায় দেখা যায়নি। শেষবার ২০১৫-তে ‘অ্যালোন’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement