এক্সপ্লোর
Malaika Arora Diet: থালায় নয়, বাটিতে খান, খিদে নিয়ে খাবার টেবিল ছেড়ে উঠুন.. টিপস দিচ্ছেন মালাইকা
Malaika Arora News: কেবল ডায়েট বা শরীরচর্চা নয়, মালাইকা সবসময় জোর দেন নিয়মানুবর্তিতায়। কী কী সেই নিয়ম? জেনে নেওয়া যাক।

কোন ম্যাজিকে এত ফিট থাকেন মালাইকা অরোরা?
1/10

মালাইকা অরোরার ফিটনেস ঈর্ষণীয়। শরীরচর্চা তো রয়েছেই, সঙ্গে রয়েছে ডায়েট। কিন্তু মালাইকা মেনে চলে এই সব ছোট ছোট নিয়মগুলি।
2/10

কেবল ডায়েট বা শরীরচর্চা নয়, মালাইকা সবসময় জোর দেন নিয়মানুবর্তিতায়। কী কী সেই নিয়ম? জেনে নেওয়া যাক।
3/10

মালাইকা সবসময় থালা নয়, একটা বাটিতে খেতে পছন্দ করেন। এতে নাকি মালাইকার খাবার পরিমাণ একেবারে ঠিক থাকে।
4/10

মালাইকা বিশ্বাস করেন, থালায় খেলে তিনি বেশি খেয়ে ফেলতে পারেন। রোজ একই বাটিতে খাওয়ার ফলে মালাইকা চোখের আন্দাজে বুঝতে পারেন তিনি সঠিক পরিমাণে খাচ্ছেন কি না।
5/10

মালাইকা বিশ্বাস করেন, কখনও খুব বেশি একেবারে খেয়ে ফেলতে নেই। সবসময় একটু খিদে নিয়ে টেবিল থেকে উঠে যেতে হয়।
6/10

মালাইকা থাই কারি খেতে ভালবাসেন। এছাড়াও তিনি রোজ থান পনির ঠেঁচা।
7/10

মালাইকা অরোরা ওয়াটার থেরাপি দিয়ে দিন শুরু করেন। তিনি খান, জিরে থেকে শুরু করে বিভিন্ন মশলা ভেজানো জল। এতে তাঁর ইমিউনিটি ভাল থাকে।
8/10

রোজ সকালে উঠে, বেলা ১০টার সময়ে ABC জ্যুস খান মালাইকা। কী এই ABC জ্যুস? এটি হল আপেল, বিট, গাজর ও আদা দিয়ে তৈরি একটি জ্যুস।
9/10

বেলা ১২টার সময় অ্যাভোগাডো টোস্ট খান মালাইকা। এতে থাকে অ্যাভোগাডো ও ডিম।
10/10

সাড়ে ১২ টার সময় খিচুড়ি খান মালাইকা। এরপরে বিকেল ৫টায় ব্লু বেরি আর চেরি খান মালাইকা
Published at : 06 Jan 2025 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
