এক্সপ্লোর
Rukmini Maitra: সোমবার সকালে হঠাৎ দক্ষিণেশ্বরে রুক্মিণী, ১৪০টা প্রদীপ জ্বালিয়ে দিলেন পুজো
Rukmini Maitra and Ram Kamal: এর মূলে রয়েছে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের একটি মানতের গল্প। যেটি তিনি করেছিলেন দীর্ঘদিন আগেই।
সোমবার সকালে হঠাৎ দক্ষিণেশ্বরে হাজির রুক্মিণী মৈত্র
1/10

সোমবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সঙ্গে ছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)।
2/10

এদিন ১৪০টি প্রদীপ জ্বালান তাঁরা। পুজো দেন মায়ের মন্দিরে। কিন্তু কেন এই পুজো দেওয়ার সিদ্ধান্ত? নিছক কী ছবির প্রচার?
3/10

একেবারেই তা নয়। এর মূলে রয়েছে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের একটি মানতের গল্প। যেটি তিনি করেছিলেন দীর্ঘদিন আগেই।
4/10

এখন নয়, ছবি শুরু হওয়ার আগেই মানত করেছিলেন পরিচালক। ছবির কাজ করতে গিয়ে যখন বিনোদিনীর জীবনকে কাছ থেকে জানতে পেরেছিলেন, বুঝেছিলেন কেন 'স্টার' থিয়েটারের নাম হওয়া উচিত বিনোদিনী থিয়েটার
5/10

সেই অপেক্ষার অবসান হয়েছে। স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার। সদ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, স্টার থিয়েটারের নাম হবে বিনোদিনী থিয়েটার
6/10

স্বপ্ন সত্যি হয়েছে রামকমল মুখোপাধ্যায়ের। আর তাই, আজ দক্ষিণেশ্বর মন্দিরে প্রদীপ জ্বালিয়ে পুজো দিলেন তিনি।
7/10

প্রদীপের সংখ্যায় রয়েছে বিশেষত্ব। রামকমল মানত করেছিলেন, স্টার থিয়েটারের নাম বদল হতে যত বছর সময় লাগবে, অপেক্ষা করতে হবে যত বছর, ঠিক ততগুলোই প্রদীপ জ্বালালেন তিনি।
8/10

আর সেই হিসেব থেমে গিয়েছে ১৪০ -এ। রামকমল ১৪০ প্রদীপ জ্বালালেন আজ দক্ষিণেশ্বরের গঙ্গায়। সঙ্গে রইলেন পর্দার 'নটি বিনোদিনী' রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।
9/10

সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন রুক্মিণী নিজেই। সেখানে তিনি জানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে তাঁর পুজো দেওয়ার কথা। আনন্দে উচ্ছ্বসিত রুক্মিণী।
10/10

শুধুমাত্র স্বপ্নপূরণ হয়েছে বলে নয়, আজ তিনি কালী মায়ের সঙ্গে দেখা করবেন বলে। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্যা ছিলেন বিনোদিনী। সেই কারণেই দক্ষিণেশ্বর মন্দিরকে বেছেছিলেন তাঁরা।
Published at : 06 Jan 2025 04:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















