এক্সপ্লোর
জামিন নাকচ! তিহার জেলেই আপাতত থাকবেন ববি ডার্লিংয়ের স্বামী, কেন জানেন?
মুম্বই: অভিনেত্রী ববি ডার্লিংয়ের স্বামী রামনিক শর্মাকে গত ১১ মে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও পণের দাবিতে অত্যাচারের অভিযোগ এনে ২০১৭ সালে থানায় যান ববি ডার্লিং। এরপরই ববির স্বামীকে গ্রেফতার করা হয়। আদালতে জামিনের আবেদন করেছিলেন অভিযুক্ত রামনিক। কিন্তু তাঁর জামিন নাকচ করে, তাঁকে তিহার জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
লিঙ্গ পরিবর্তন করে ২০১৬ সালে রামনিক শর্মাকে বিয়ে করেন ববি ডার্লিং। বিয়ের একবছরের মধ্যেই রামনিকের বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ তোলেন ববি। সেই সময় ববি জানান, তিনি ভোপালের একটি ফ্ল্যাট থেকে পালিয়ে এসেছেন। সেখানে তাঁকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন ববি।
তবে তাঁর ওপর অত্যাচার করার জন্যে বর্তমানে রামনিকের যা অবস্থা হয়েছে, সেইজন্যে মানসিক শান্তি পেয়েছেন কেয়া কুল হ্যায় হাম-এর অভিনেত্রী, নিজেই এক সাক্ষাতকারে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর টাকা-গয়না সবকিছু উদ্ধারের চেষ্টা করছেন ববি। পুরো বিষয়টি এখন তাঁর আইনজীবীর তত্ত্বাবধানে রয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement