এক্সপ্লোর
সলমন, আমির, শাহরুখদের এইসব দাবি শুনলে আপনার চোখ কপালে উঠবেই!
1/6

হৃতিক রোশনও ফিটনেস নিয়ে খুব মাথা ঘামান। শ্যুটিংয়ের অবসরে তিনি সঙ্গে রাখেন নিজের শেফকে। আবার বাইরে শ্যুটিংয়ে গেলে সবচেয়ে ভাল জিম তাঁর জন্য বুক করতে হয়। কারণ একদিনও শরীরচর্চা বন্ধ রাখতে নারাজ তিনি। সব ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
2/6

আবার অক্ষয় কুমার ছবি নির্মাতাদের কাজ শুরুর আগেই জানিয়ে দেন, রবিবার কোনও কাজ হবে না, পুরো বিশ্রাম। তাঁর আরও শর্ত, প্রয়োজনে খুব ভোরে উঠে শ্যুটিংয়ে তাঁর আপত্তি নেই, কিন্তু রাতে দেরি হলে চলবে না। গভীর রাতে শ্যুটিং করতে পারবেন না।
Published at : 19 May 2018 07:01 PM (IST)
View More






















