Ileana D'Cruz: 'ভাঙতে শুরু করলেই এই মানুষটি আঁকড়ে ধরে', সঙ্গীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট ইলিয়ানার
Ileana D'Cruz Post: নিজের পোস্টে সঙ্গীকেও ধন্যবাদ জানান অভিনেত্রী। তিনি লেখেন, 'এবং যে দিনগুলিতে আমি নিজের প্রতি সদয় হতে ভুলে যাই, সেই দিনগুলি এই সুন্দর মানুষটি আমার পাশে শক্ত হয়ে থাকে।'
নয়াদিল্লি: মা হতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ (Ileana D'Cruz)। সম্প্রতি নিজেই ঘোষণা করেছেন সেই কথা। অনেক জল্পনার পর অবশেষে নিজের প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করলেন তিনি, সোশ্যাল মিডিয়ায় (Instagram)। যদিও মুখ অস্পষ্ট, কিন্তু সঙ্গে লিখলেন লম্বা ক্যাপশন। তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদও জানালেন প্রেমিককে (boyfriend)। সঙ্গীর নাম যদিও এখনও গোপনই রাখলেন তিনি।
প্রেমিকের সঙ্গে সম্পর্কের জল্পনায় সিলমোহর দিলেন ইলিয়ানা
চলতি বছরের এপ্রিল মাসে মা হওয়ার কথা ঘোষণা করেন ইলিয়ানা। আজ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি সাদা কালো ছবি পোস্ট করেন অভিনেত্রী। প্রেমিকের বাহুডোরে তিনি, তবে দু'জনের মুখই অস্পষ্ট। সঙ্গে লম্বা ক্যাপশনে লিখলেন, 'অন্তঃসত্ত্বা হওয়া একটা সুন্দর সুন্দর আশীর্বাদ... আমি ভাবিনি যে আমি এই অভিজ্ঞতার জন্য যথেষ্ট সৌভাগ্যবান হব তাই আমি নিজেকে এই যাত্রার অংশ হতে পেরে অবিশ্বাস্যভাবে ভাগ্যবান বলে মনে করি। আপনার ভিতরে বেড়ে ওঠা একটি জীবন অনুভব করা কতটা সুন্দর তা আমি বর্ণনা করতে শুরুও করতে পারব না। বেশির ভাগ দিনই আমি অভিভূত হয়ে আমার বাম্পের দিকে তাকিয়ে থাকি, বলি বাহ - আমি শীঘ্রই তোমার সঙ্গে দেখা করব - এবং তারপরে এমন কিছু দিন হয় যা প্রচণ্ডভাবে কঠিন। ফলে চেষ্টা চালাচ্ছি। খুবই অভিভূত হয়ে পড়ি।' তবে অভিনেত্রীর কথায়, শারীরিক কষ্টকে বেশি পাত্তা দেওয়ার পরই যেন তিনি অপরাধবোধে ভোগেন। মনে হয়, 'আমার কৃতজ্ঞ থাকা উচিত, এত সূক্ষ্ম জিনিস নিয়ে কান্নাকাটি করা উচিত নয়।'
তিনি আরও লেখেন, 'শক্ত না হতে পারলে আমি কেমন মা হব... আমি জানি না আমি কেমন মা হব। আমি সত্যিই জানি না। শুধু আমি জানি যে এই ছোট্ট প্রাণটিকে আমি এত্ত ভালবাসি যে আমি আনন্দে ফাটতে পারি। এবং আপাতত... এটুকুই যথেষ্ট বলে মনে হয়।'
View this post on Instagram
নিজের পোস্টে সঙ্গীকেও ধন্যবাদ জানান অভিনেত্রী। তিনি লেখেন, 'এবং যে দিনগুলিতে আমি নিজের প্রতি সদয় হতে ভুলে যাই, সেই দিনগুলি এই সুন্দর মানুষটি আমার পাশে শক্ত হয়ে থাকে। আমি ভাঙতে শুরু করছি বুঝলেই এই মানুষটি আঁকড়ে ধরে আমাকে। আমার চোখের জল মুছিয়ে দেয়। আমাকে হাসানোর জন্য জোক বলে। বা হয়তো শুধু নিজের উষ্ণ আলিঙ্গনেই আমাকে আগলে রাখে যখন বোঝে সেই মুহূর্তে ওটাই আমার দরকার। আর হঠাৎই সবকিছু খুব একটা কঠিন বলে মনে হয় না।'
আরও পড়ুন: Long Covid : লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা
প্রসঙ্গত, ইলিয়ানাকে ডিক্রুজকে শেষ দেখা গিয়েছিল 'দ্য বিগ বুল'-এ অভিষেক বচ্চনের সঙ্গে এবং 'পাগলপন্তি' ছবিতে। 'বরফি', 'ফটা পোস্টার নিকলা হিরো', 'রুস্তম', 'হ্যাপি এন্ডিং'-এর মতো ছবির জন্য খ্যাত ইলিয়ানা। এছাড়া রণদীপ হুডার সঙ্গে 'আনফেয়ার অ্যান্ড লাভলি' বলে একটি কাজ রয়েছে তাঁর মুক্তির অপেক্ষায়।