এক্সপ্লোর
Advertisement
রেখার সামনে যেন নাচ ভুলে গেলেন শিল্পা শেট্টি, ‘সলামে ইশক মেরি’ গানে জমিয়ে ডান্স দুজনের, ভিডিও ভাইরাল
বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা শুধু অভিনয় ও ডান্সের জন্যই, তাঁর সৌন্দর্য্যের জন্যও প্রায়ই আলোচনার কেন্দ্রে চলে আসেন। অন্যদিকে, নাচের ক্ষেত্রে শিল্পা শেট্টিও কারুর চেয়ে কম যান না। দুজন দুই প্রজন্মের অভিনেত্রী। এরইমধ্যে এই দুই অভিনেত্রীর ডান্সের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
নয়াদিল্লি: বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা শুধু অভিনয় ও ডান্সের জন্যই, তাঁর সৌন্দর্য্যের জন্যও প্রায়ই আলোচনার কেন্দ্রে চলে আসেন। অন্যদিকে, নাচের ক্ষেত্রে শিল্পা শেট্টিও কারুর চেয়ে কম যান না। দুজন দুই প্রজন্মের অভিনেত্রী। এরইমধ্যে এই দুই অভিনেত্রীর ডান্সের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এই ভাইরাল ভিডিওতে রেখা ও শিল্পাকে রেখারই সিনেমার জনপ্রিয় গান ‘সলামে ইশক মেরি’ গানে নাচতে দেখা গিয়েছে। মঞ্চে নাচের শুরুটা করেন শিল্পা। এরপর যোগ দেন রেখা। তাঁর নৃত্য ভঙ্গি সবার নজর কেড়ে নেয়। এ কথা সবারই জানা যে, হিন্দি সিনেমায় দুরন্ত অভিনেত্রী ও নৃত্যে পারদর্শীদের মধ্যে অন্যতম রেখা। ৬৫ বছরেও তাঁর সৌন্দের্যের দীপ্তি অনুরাগীদের মুগ্ধ করে। সেইসঙ্গে বয়স বাড়লেও নৃত্য কুশলতাতেও এর কোনও প্রভাব পড়েনি। এখনও তিনি যেমন নাচ করেন, তাতে অনেক শিল্পীই নিষ্প্রভ হয়ে যেতে পারেন। ভিডিওতে এমনই একটা দৃশ্য দেখা গিয়েছে। যেখানে রেখার নৃত্য কুশলতা বিস্মিত করে দেয় শিল্পাকে।
রেখা ও শিল্পার এই ডান্স ভিডিও ডান্সিং কমিউনিটি-র ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়। দেখতে দেখতেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা এই ভিডিও সম্পর্কে তাঁদের মুগ্ধতার কথা জানিয়ে মন্তব্য করছেন। তাঁরা রেখা ও শিল্পার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement