Bollywood: 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'-র রিমেকে প্রথমবার এক ছবিতে অক্ষয়কুমার, টাইগার শ্রফ
Bollywood: এই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার আর টাইগার শ্রফকে। ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'।
মুম্বই: অন্ধকারে লেজর বন্দুকের আলোয় প্রথমে ফুটে উঠল তাঁর পেশিবহুল চেহারা। বেপরোয়াভাবে বোমা নিয়ে লোফালুফি খেলতে খেলতে সেটাকে ছুঁড়ে দিলেন প্রতিপক্ষের দিকে। তাঁকে ধাওয়া করতে যেতেই ফেটে গেল সেই বোমা! এই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার আর টাইগার শ্রফকে। ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'।
আজ সোশ্যাল মিডিয়ায় 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' (’BADE MIYAN CHOTE MIYAN’.)-র টিজারের একটি ঝলক প্রকাশ করেছেন তরণ আদর্শ। সেই টিজারে একসঙ্গে দেখা যাচ্ছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। দুজনকেই দেখা যাচ্ছে বন্দুক অথবা বোমা হাতে। টিজারের শেষে অক্ষয় কুমারকে টাইগ্রার শ্রফকে প্রশ্ন করতে শোনা গিয়েছে, তাঁর ছবির নাম কি? উত্তরে টাইগার শ্রফ বলছেন, 'ছোটে মিয়াঁ।' পাল্টা একই প্রশ্ন টাইগার শ্রফ অক্ষয়কে করলে তিনি বলছেন তাঁর ছবির নাম বড়ে মিয়াঁ। একসঙ্গে আসার প্রস্তাব দিয়ে হাত মেলাতে দেখা যায় দুই অভিনেতাকে।
আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে অক্ষয়কুমার (Akshay Kumar) ও টাইগার শ্রফকে (Tiger Shroff)। ২৫ বছর বলিউডের সুপারহিট ছবি 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'-রিমেক হতে চলেছে। ট্রেলারের শেষে শোনা গেল সেই বিখ্যাত গানের কয়েকটি কলিও।
আরও পড়ুন: Praveen Kumar Sobti Death: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত 'মহাভারত' -এর 'ভীম' প্রবীণ কুমার সোবতি
অন্যদিকে, মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হল অক্ষয় কুমারের (Akshay Kumar) বহু প্রতীক্ষিত ছবি 'বচ্চন পাণ্ডে'র (Bachchan Pandey)। মুখ্য ভূমিকায় দেখা যাবে, অক্ষয় কুমার ও কৃতী শ্যাননকে (Kriti Sanon)। ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন যে ছবি মুক্তির তারিখ ২০২২ সালের ৪ মার্চ থেকে পিছিয়ে ১৮ মার্চ করে দেওয়া হবে। অর্থাৎ অক্ষয় কুমার ও কৃতী শ্যাননের জুটি এবার দর্শকদের মনোরঞ্জন করতে আসছে দোলের (Holi) সময়। ছবির নতুন দুটো পোস্টার শেয়ার করেন খিলাড়ি। সেই সঙ্গে ঘোষণা করলেন মুক্তির নতুন তারিখ। এই অ্যাকশন - কমেডি ঘরানার ছবিতে অক্ষয়ের লুক দেখে আরও উচ্ছ্বসিত অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অক্ষয় কুমার। নতুন পোস্টার শেয়ার করে অভিনেতা লেখেন, 'অ্যাকশন (Action), কমেডি (Comedy), রোম্যান্স (Romance), ড্রামা (Drama) সব নিয়ে এই হোলিতে!' সাজিদ নাদিয়াদওয়ালার ছবি 'বচ্চন পাণ্ডে' প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৮ মার্চ ২০২২।